For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিডনি কাণ্ড : বেঁচে ফিরেছে ছেলে, গুন্টুরে পরিবারে খুশির হাওয়া

Google Oneindia Bengali News

হায়দ্রাবাদ, ১৬ ডিসেম্বর : খবরটা আসতেই অঙ্কিরেড্ডি বিশ্বকান্তের পরিবারের এখন খুশীর হাওয়া। সিডনিতে জঙ্গীর দখলে চলে যাওয়া ক্যাফে থেকে সুরক্ষিতভাবে বেরিয়ে আসতে পেরেছেন ভারতীয় এই আইটি কর্মী।

টিভির পর্দায় ক্যাফে থেকে ছেলেকে বেরিয়ে আসতে দেখে স্বস্তির নিঃশ্বাস নিলেন অঙ্কিরেড্ডির মা-বাবা। সাদা শার্ট পড়ে হাত তুলে বেরিয়ে আসছে ভারতীয় এই আইটি কর্মী। অঙ্কি ও অন্য দুই মহিলাকে ঘিরে নিয়ে বের করে আনছেন দুই কমান্ডো। টিভির পর্দায় দেখা গিয়েছিল এই দৃশ্যই।

সিডনিতে অঙ্কিরেড্ডির স্ত্রী তাঁর মুক্তির খবরটি নিশ্চিত করেছেন। "ভগবানকে অসংখ্য ধন্যবাদ" ছেলের খবর পেয়ে গুন্টুরে বসে থাকা বাবার চিন্তামুক্ত চোখ দুটি দিয়ে গড়িয়ে পড়ল জল। অস্ট্রেলিয়ায় ছেলের পণবন্দি হওয়ার খবর পেয়ে একেবারে চুপ হয়ে গিয়েছিলেন অঙ্কির মা সুলোচনা। এখন সব ঠিক হয়ে গিয়েছে।

আরও পড়ুন : অস্ট্রেলিয়া: পুলিশি তৎপরতায় মুক্ত পণবন্দিরা,১ জঙ্গী সহ মৃত ২

অন্ধ্রর গুন্টুরের বাসিন্দা অঙ্কিরেড্ডি কর্মরত ইনফোসিসে। কর্মসূত্রে গত ৬ বছর ধরে অস্ট্রেলিয়ায় রয়েছেন অঙ্কি। স্ত্রীও সঙ্গেই থাকেন। তাঁদের একটি কন্যাসন্তানও রয়েছে। বাবা ঈশ্বর রেড্ডি সরকারি কর্মচারি। ঈশ্বরবাবুর কথায় কাজ থেকে ফেরার পথে ওই ক্যাফেতে গিয়েছিল তাঁর ছেলে। ঠিক তখনই পণবন্দি করা হয় তাদের।

যদিও পুলিশের তৎপরতায় এক জঙ্গীর মৃত্যু হয়েছে। এবং সকল বন্দিরাই মুক্তি পেয়েছেন। তবে দুই বন্দির মৃত্যু হয়েছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে।

English summary
Sydney siege: Infosys techie's family happy he escaped
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X