For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘বুল্লি বাই’ অ্যাপ নিয়ে বাড়ছে আতঙ্ক, কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী কী আশ্বাস দিলেন

‘বুল্লি বাই’ অ্যাপ নিয়ে বাড়ছে আতঙ্ক, কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী কী আশ্বাস দিলেন

  • |
Google Oneindia Bengali News

ইতিমধ্যেই 'বুল্লি বাই’ অ্যাপ নিয়ে বেশ উত্তেজনার সৃষ্টি হয়েছে। ঘট্নায় বেঙ্গালুরু থেকে এক যুবককে আটক করা হয়েছে। পুলিশ সূত্র মারফত জানা গিয়েছে, ওই যুবক একটি টুইটার অ্যাকাউন্ট চালাতেন। এবং সেখানে বিভিন্ন ধরনের কনটেন্ট আপলোড করতেন।

‘বুল্লি বাই’ অ্যাপ নিয়ে বাড়ছে আতঙ্ক, কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী কী আশ্বাস দিলেন

কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, যে সরকার 'অ্যাকশনের জন্য রাজ্যের পুলিশ কর্তৃপক্ষের' সাথে সমন্বয় করছে। ব্যবহারকারীরা সোশ্যাল মিডিয়ায় নির্দেশ করার পরে যে টেলিগ্রাম অ্যাপে একটি চ্যানেল তাদের অপব্যবহারের জন্য কোনও সম্মতি ছাড়াই হিন্দু মহিলাদের ছবি ব্যবহার করছে। ইতিমধ্যে, বুল্লি বাই বিতর্কের একটি তদন্ত চলছে যেখানে মুসলিম মহিলাদের লক্ষ্যবস্তু করা হয়েছিল এবং তাদের ছবিগুলি ভার্চুয়াল নিলামের জন্য ব্যবহার করা হয়েছিল।

ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রকের (MeiTY) সূত্রগুলি বলেছে যে এটি তার ভারতীয় কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম (CERT-IN) এর মাধ্যমে বুল্লি বাই অ্যাপ কেসটি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। মন্ত্রকের সূত্র জানিয়েছে যে CERT-IN এই বিষয়ে GitHub, Twitter, এগুলি নিয়ে দিল্লি পুলিশ মুম্বাই পুলিশের সাথে যোগাযোগ করছেন।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন যে, গিটহাব এবং সংস্থাগুলির মধ্যে সমন্বয় ত্বরান্বিত করার জন্য গিটহাবের স্থানীয় সমন্বয়কারী বা কর্মকর্তাদের তলব করা যেতে পারে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই এই সফটওয়্যার অপারেটিং সংস্থার বিরুদ্ধে FIR দায়ের করার দাবি জানিয়ে দিল্লি পুলিশকে চিঠি দিয়েছে জাতীয় মহিলা কমিশন। যা নিয়েও শুরু হয়েছে ব্যাপক শোরগোল।

পুলিশের অনুমান, 'বুল্লি বাই' মাধ্যমে পোস্ট করা হয়েছিল মুসলিম মহিলাদের ছবি। আর তাতে অশালীন মন্তব্য করেছিলেন ওই ছাত্র। তাছাড়াও 'বুল্লি বাই' অ্যাপে যে ৫ জন ফলোয়ার্স রয়েছেন তাদের মধ্যে তিনিও একজন। পুলিশের অনুমান, ওই ছাত্র যুবক এই অ্যাপটি তৈরিও করতে পারেন। জিজ্ঞাসাবাদের পরই নিশ্চিত করা যাবে। সব বিষয়ে দেখে দেখার পর যুবককে আটক করতে পারে পুলিশ। জানা গিয়েছে, বুল্লি বাই অ্যাপের বিতর্কের সঙ্গে সম্পর্কিত তিনটি অ্যাকাউন্ট পরিচালনা করছিলেন ওই মহিলা। সহ-অভিযুক্ত বিশাল কুমার খালসা সুপ্রিমিস্ট নামে একটি অ্যাকাউন্ট খুলেছিলেন বলে জানা গিয়েছে।

কিন্তু কেন শুরু হয়েছিল বিতর্ক? সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট থেকে মুসলিম মহিলাদের ছবি নিয়ে এই অ্যাপে আপলোড করা হত। তারপর নিলামে সেটি বিক্রির অংশ হত। এই 'বুল্লি বাই' অ্যাপটি খুললেই কোনও ১জন মুসলিম মহিলার ছবি ও নাম 'বুল্লি বাই' হিসেবে প্রদর্শিত করা হয়। উল্লেখ্য, গত বছরের ৪ জুলাই 'সুল্লি ডিলস' নামে একটি অ্যাপ মাথা চাড়া দিয়ে ওঠে। হোস্টিং প্ল্যটফর্ম গিটহাবে অঞ্জাতপরিচয় এক দল এটি তৈরি করে। এই অ্যাপে মুসলিম নারীদের মুখের ছবি ও তার নীচে ট্যাগলাইন থাকত 'আজকের জন্য সুল্লী চুক্তি'। মুসলিম মহিলাদের বিরুদ্ধে বলা আপত্তিজনক এক শব্দ হল 'সুল্লি'।

English summary
information technology minister ashwini vaishnav gave the message about bully buy app
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X