For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতে রেল স্টেশনের নামের সঙ্গে সেন্ট্রাল, টার্মিনাল, জংশন লেখা হয় কেন?

ভারতে রেল স্টেশনের নামের সঙ্গে সেন্ট্রাল, টার্মিনাল, জংশন লেখা হয় কেন?

Google Oneindia Bengali News

ট্রেনে করে ঘুরতে যেতে কার না ভালো লাগে। যারা ঘুরতে ভালোবাসেন তাঁরা একটু ছুটির সুযোগ পেলেই পিঠে ব্যাগ নিয়ে বেড়িয়ে যান এদিক ওদিক। ট্রেনের জানলার ধারে বসে বাইরে ছুটে চলা দৃশ্য দেখে অজান্তেই হারিয়ে যান অজানা দেশে। আবার প্রতিদিনের কর্মক্ষেত্রে যাওয়া কিংবা সারাদিনের রোজনামচা সেরে বাড়ি ফেরা, উভয় ক্ষেত্রেই মূল ভরসা সেই ট্রেন।

এক নজরে ভারতীয় রেল

এক নজরে ভারতীয় রেল

মূলত আমাদের দেশ ভারতকে 'রেল মাতৃক' আখ্যা দিয়ে থাকেন আপামর দেশবাসী। কারণ ভারতীয় রেলওয়ে হল বিশ্বের বৃহত্তম এবং অন্যতম ব্যস্ত রেল পরিষেবা। প্রতিদিন গড়ে ১ কোটি ৮০ লাখ যাত্রী যাতায়াত করেন ট্রেনে। রোজ গোটা দেশে ২০ লক্ষ টন সামগ্রী নিয়ে পরিবহন করা হয়। ভারতীয় রেল হল সর্ব বৃহৎ গণ পরিবহন ব্যবস্থা। বর্তমানে এখানে প্রায় সাড়ে ১২ লাখ কর্মচারী কাজ করেন। দেশের স্টেশন সংখ্যা ৭ হাজার ৩২১টি। ভারতীয় রেলপথের মোট দৈর্ঘ্য ৬৭,৪১৫ কিমি। এর মোট ওয়াগন সংখ্যা ২৫০,০০০টি, কামরা বা কোচ সংখ্যা ৫৫,০০০টি এবং লোকোমোটিভ সংখ্যা ১২,০০০টি। ১৮৫৩ সালের ১৬ এপ্রিল প্রথম হাওড়া থেকে আদি সপ্তগ্রাম পর্যন্ত ছুটেছিল ভারতের রেল।

 সেন্ট্রাল, টার্মিনাল, জংশন আসলে কী?

সেন্ট্রাল, টার্মিনাল, জংশন আসলে কী?

হাওড়া বা শিয়ালদাহ থেকে দূরপাল্লার কোনো ট্রেনে কোথাও যাচ্ছেন। তখন বেশ কয়েকটি স্টেশনের নামের সঙ্গে শুনতে পাওয়া যায় জংশন, সেন্ট্রাল, টার্মিনাল শব্দগুলো। ট্রেন যাত্রীরা এই নাম গুলোর সঙ্গে অতি পরিচিত। কিন্তু কেন এই নামগুলি তা কি জানেন। কেনই বা ব্যবহার করা হয় এই শব্দগুলি?

স্টেশনের সঙ্গে যুক্ত এই শব্দগুলি নির্দিষ্ট কারণে রাখা হয়। আলাদা অর্থও রয়েছে তার। সবার আগে জানতে হবে সেন্ট্রাল, টার্মিনাল, জংশন বলতে কী বোঝায় এবং এই নামগুলি স্টেশন সম্পর্কে কী তথ্য দেয়।

 সেন্ট্রাল স্টেশনের অর্থ?

সেন্ট্রাল স্টেশনের অর্থ?

সেন্ট্রাল স্টেশনের অর্থ নির্দিষ্ট শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম স্টেশন। সেন্ট্রাল স্টেশন দিয়ে বহু ট্রেন যাতায়াত করে। তবে প্রতিটি শহরেই যে সেন্ট্রাল স্টেশন থাকবে তার কোনো অর্থ নেই। একটি শহরে একাধিক স্টেশন থাকতে পারে। তার মধ্যে সবথেকে ব্যস্ত স্টেশনকে সেন্ট্রাল স্টেশনের তকমা দেওয়া হয়। দিল্লিতে যেমন বেশ কয়েকটি স্টেশন রয়েছে, তার মধ্যে সবথেকে ব্যস্ত স্টেশন নিউদিল্লি। তাই এটি সেন্ট্রাল স্টেশন।

জংশন স্টেশন কী?

জংশন স্টেশন কী?

সেন্ট্রাল স্টেশন এর পাশাপাশি আসে জংশন স্টেশন। লোকাল ট্রেনে যাতায়াত করার সময়ও জংশন স্টেশন দেখতে পাওয়া যায়। সেন্ট্রাল স্টেশন এর মতই জংশন স্টেশন বড় স্টেশন।জংশন স্টেশন এর অর্থ যেখান থেকে ট্রেনের রুট বেশ কয়েকটি ভাগে ভাগ হয়ে যায়। সেন্ট্রাল স্টেশন যেরকম শহরের ব্যস্ততম স্টেশন, তেমন জংশন ও শহরের বড় স্টেশন গুলোর মধ্যেই পড়ে। তবে একটি শহরে একাধিক জংশন স্টেশন থাকতে পারে।

টার্মিনাস বলে কেন?

টার্মিনাস বলে কেন?

টার্মিনাস বা টার্মিনালের মধ্যে কোনো পার্থক্য নেই। টার্মিনাল মানে এমন একটি স্টেশন যেখান থেকে ট্রেনের সামনে যাওয়ার জন্য কোনো রাস্তা নেই। টার্মিনালের মধ্যে দিয়ে ট্রেনটি কেবল একটি দিক দিয়েই প্রবেশ করতে পারে। যেমন, ভারতের বৃহত্তম রেল টার্মিনাস হল মুম্বইয়ের 'ছত্রপতি শিবাজি রেল টার্মিনাস' এছাড়াও মহারাষ্ট্রের আরও একটি রেল টার্মিনাস 'লোকমান্য তিলক টার্মিনাস' উল্লেখযোগ্য।

English summary
Why Central, Terminal, Junction are written with the name of railway station in India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X