For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ক্ষমতায় না থাকলেও টিকিটের দর কোটি কোটি টাকা!সনিয়া ঘনিষ্ঠ কংগ্রেস নেতার বিরুদ্ধে বিক্ষোভে চাঞ্চল্য

পাঁচবছর ক্ষমতায় না থাকলেও অন্তর্দ্বন্দ্বে জর্জরিত হরিয়ানা কংগ্রেস। বিধানসভা নির্বাচনে টিকিট বিলি নিয়ে প্রকাশ্যেই সেই অন্তর্দ্বন্দ্ব। ৫ কোটি টাকার বিনিময়ে টিকির বিলি হয়েছে বলে অভিযোগ করেছেন হরিয়ান

  • |
Google Oneindia Bengali News

পাঁচবছর ক্ষমতায় না থাকলেও অন্তর্দ্বন্দ্বে জর্জরিত হরিয়ানা কংগ্রেস। বিধানসভা নির্বাচনে টিকিট বিলি নিয়ে প্রকাশ্যেই সেই অন্তর্দ্বন্দ্ব। ৫ কোটি টাকার বিনিময়ে টিকির বিলি হয়েছে বলে অভিযোগ করেছেন হরিয়ানা কংগ্রেসের প্রাক্তন সভাপতি অশোক তানোয়ার। বিষয়টি নিয়ে তিনি এদিন সনিয়া গান্ধীর বাড়ির সামনে বিক্ষোভেও সামিল হয়েছিলেন।

ক্ষমতায় না থাকলেও টিকিটের দর কোটি কোটি টাকা!সনিয়া ঘনিষ্ঠ কংগ্রেস নেতার বিরুদ্ধে বিক্ষোভে চাঞ্চল্য

এদিন বিকেল তিনটেয় নয়াদিল্লিতে কংগ্রেস সদর দফতরের সামনে বিক্ষোভ দেখানো শুরু হয়। যা পৌঁছে যায় দলের অন্তর্বর্তী সভানেত্রী সনিয়া গান্ধীর বাড়ির সামনেও। চাঞ্চল্যকর অভিযোগ করে হরিয়ানা কংগ্রেসের প্রাক্তন সভাপতি অশোক তানোয়ার বলেন, সোহনা বিধানসভা কেন্দ্রের টিকিট বিক্রি করা হয়েছে ৫ কোটি টাকায়।

ওই কংগ্রেস নেতা বলেন, তিনিও টিকিট বিলিতে অংশ নিয়েছিলেন আগে। বর্তমানের ১৪ জন বিজেপি বিধায়ক তাদের দল থেকেই গিয়েছেন বলে জানিয়েছেন তিনি। এছাড়াও সাত সাংসদও আগে কোনও না কোনও সময়ে তাদের দলের সদস্য ছিলেন। তিনি দাবি করেন বিজেপির তরফ থেকে ছয়বার তাঁকে যোগদন করতে অফার দিয়েছিল, গত তিন মাসে। কিন্তু তিনি যাননি। ভবিষ্যতেও তিনি যাবেন না বলে জানিয়েছেন।

এর আগে হরিয়ানা কংগ্রেসের প্রাক্তন প্রধান অভিযোগ করেন, গত পাঁচ বছর যাঁরা দলের হয়ে কাজ করেছেন, টিকিট বিলিতে তাঁদের অবজ্ঞা করা হয়েছে। আর যাঁরা দলের বিরুদ্ধে কাজ করেছেন, তাঁদের টিকিট দেওয়ার অভিযোগ করেছেন তিনি। এব্যাপারে তিনি হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডার দিকে আঙুল তুলেছেন। নেতার সুরে সুর মিলিয়েছেন কর্মীরাও। তাঁরা বলছেন, যাঁরা এসি তে থাকেন তাঁদেরকেই টিকিট দেওয়া হয়েছে। বিক্ষোভকারীরা হরিয়ানার দায়িত্বপ্রাপ্ত নেতা গোলাম নবি আজাদের বিরুদ্ধে স্লোগান দেন।

 [নিজামের বহুমূল্যের সম্পত্তি নিয়ে রায় ব্রিটিশ আদালতের! আন্তর্জাতিক আঙিনায় বড় জয় ভারতের] [নিজামের বহুমূল্যের সম্পত্তি নিয়ে রায় ব্রিটিশ আদালতের! আন্তর্জাতিক আঙিনায় বড় জয় ভারতের]

English summary
Exposing the infighting within Congress over the issue of distribution of tickets ahead of the Harayana Assembly Elections 2019, former Haryana Congress chief Ashok Tanwar on Wednesday held a protest in New Delhi.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X