For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আশার আলো জাগিয়ে ভারতে কোভিডের আর-কাউন্ট নিম্নমুখী

  • |
Google Oneindia Bengali News

১৬ ফেব্রুয়ারির পর কোভিডের আর-কাউন্ট এই প্রথম নিম্নমুখী হতে দেখা গেল ভারতে। প্রসঙ্গত, এর আগে দেশে, আর কাউন্ট বেশ খানিকটা অস্বস্তিতে রেখেছিল ভারতকে। গত মার্চ থেকে মে মাসের মধ্যে দেশের করোনা পরিস্থিতি ক্রমাগত খারাপ হতে থাকে। এমন অবস্থায় মিশিগান বিশ্ববিদ্যালয়ের কোভিড -আইএনডি-গ্রুপ ভারতের 'ওভার অল রিপ্রোডাকশন নম্বর' বা আর কাউন্ট নিয়ে একটি গবেষণা করে।

আশার আলো জাগিয়ে ভারতে কোভিডের আর-কাউন্ট নিম্নমুখী

মিশিগান বিশ্ববিদ্যালয়ের সেই গবেষণায় দেখা যায়, ভারতের আর কাউন্ট ১৫ মে ০.৯৯ হয়েছে। এর অর্থ হল , ভারতে প্রতি ১০ জন আক্রান্ত আরও ৯ থেকে ১০ জনকেই শুধুমাত্র আক্রান্ত করছে। প্রসঙ্গত , এর আগে এই ১০ জন আক্রান্তের থেকে আরও বহু গুণ বেশি সংখ্যক মানুষ আক্রান্ত হয়েছেন। 'আর' এর দ্বারা পরিমাপ করা হয় যে, কতজন একজন আক্রান্তের থেকে সংক্রমিত হতে পারেন। তার গড় করেই 'আর-কাউন্ট' তুলে ধরা হয়।

দেখা গিয়েছে দেশের সবচেয়ে বেশি কোভিড আক্রান্ত রাজ্যগুলির মধ্যে আর কাউন্ট ১ এর নিচে। এই রাজ্যগুলি হল, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, বিহার, গুজরাট, মধ্য প্রদেশ, ছত্তিসগড়, ঝাড়খণ্ড, তেলঙ্গানা এবং দিল্লি। যদিও অসম, ওড়িশা, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, কেরলের মতো রাজ্যে আর কাউন্টের পরমাণ যথেষ্ট বেশি। এখানে আর কাউন্ট ১ এর বেশি। প্রসঙ্গত, আর কাউন্ট একের কম থাকলে বোঝায় সংক্রমণ কম ছড়াাচ্ছে। এদিকে, গত কয়েকদিনে দেশে দৈনিক করোনা গ্রাফ সাড়ে তিন লাখের কম রয়েছে। যার জেরে দেখা যাচ্ছে সুস্থতার হার আক্রান্তের হারকে ছাপিয়ে যাচ্ছে। ফলে তা দেশের পক্ষে আশার ইঙ্গিত।

English summary
Infections falling, India's COVID-19 'R' number drops below 1
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X