For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উদ্বেগ বাড়াচ্ছে উত্তরপ্রদেশ, গত ২৪ ঘণ্টায় রাজ্যজুড়ে আক্রান্ত ৩৪ হাজারের বেশি মানুষ

উদ্বেগ বাড়াচ্ছে উত্তরপ্রদশ, গত ২৪ ঘণ্টায় রাজ্যজুড়ে আক্রান্ত ৩৪ হাজারের বেশি মানুষ

  • |
Google Oneindia Bengali News

দৈনিক করোনা আক্রান্তের নিরিখে রোজই নিত্যনতুন রেকর্ড করছে দেশ। এমনকী দৈনিক আক্রান্তের নিরিখে ইতিমধ্যেই মার্কিন মুলুকের সর্বোচ্চ রেকর্ডও ভেঙে ফেলেছে ভারত। এমতাবস্থায় এবার মহারাষ্ট্র,. দিল্লির পাশাপাশি সমানতালে উদ্বেগ বাড়িয়ে চলেছে উত্তরপ্রদেশ। স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান বলছে গত ২৪ ঘণ্টায় উত্তরপ্রদেশে করোনার কবলে পড়লেন ৩৪ হাজার ৩৭৯ জন। মারা গেলেন ১৯৫ জন। যার জেরে গোটা রাজ্যে নতুন করে বাড়ছে উদ্বেগ।

উদ্বেগ বাড়াচ্ছে উত্তরপ্রদশ, গত ২৪ ঘণ্টায় রাজ্যজুড়ে আক্রান্ত ৩৪ হাজারের বেশি মানুষ

এদিকে এখনও পর্যন্ত উত্তরপ্রদেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ লক্ষ ৭৬ হাজার ৭৬৫ জন। পাশাপাশি মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৫৪১ জন। বৃহঃষ্পতিবার রাজ্যের স্বাস্থ্যমন্ত্রকের তরফে প্রকাশিত করোনা বুলেটিনে একথা জানানো হয়েছে। অন্যদিকে ইতিমধ্যেই করোনার কবলে পড়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রয়েছেন বাড়িতেই নিভৃতবাসে। এদিকে গত ২৪ ঘণ্টায় গোটা রাজ্যে করোনার হাত থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৬ হাজার ৫১৪ জন।

করোনা আক্রান্ত শশী পাঁজা, শারীরিক অবস্থার কিছুটা উন্নতি মদন মিত্রের করোনা আক্রান্ত শশী পাঁজা, শারীরিক অবস্থার কিছুটা উন্নতি মদন মিত্রের

অন্যদিকে গত বুধবার রাজ্যে করোনার কবলে পড়েছিলেন ৩৩ হাজার ২১৪ জন। মারা গিয়েছিলেন ১৮৭ জন। অন্যদিকে গোটা উত্তরপ্রদেশে এখনও পর্যন্ত সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লক্ষ ৫৯ হাজার ৮১০ জন। তার মধ্যে ২ লক্ষের বেশি মানুষ বাড়িতেই হোম আইসোলেশনে রয়েছেন বলে জানা যাচ্ছে। এদিকে অন্যান্য রাজ্যের পাশাপাশি অক্সিজেন সঙ্কট মাখাচাড়া দিয়েছে উত্তরপ্রদেশেও। এমনকী গোটা রাজ্যে অক্সিজেনের সিলিন্ডারের সরবরাহে যাতে কোনও ব্যাঘাত না ঘটে সেই জন্য সংশ্লিষ্ট দফতরকে ইতিমধ্যেই বিশেষ নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী।

English summary
In the last 24 hours, more than 34,000 people have been corona affected in Uttar Pradesh and 195 have died
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X