For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদী জমানায় দু্র্দশার ছবি ফুটে উঠল শিল্পক্ষেত্রেও! উদ্বেগ বাড়াল অক্টোবরের সরকারি পরিসংখ্যান

দেশে বেহাল অবস্থা অর্থনীতির। শুক্রবার প্রকাশিত সরকারি পরিসংখ্যানে শিল্পে মন্দা আরও প্রকট হল। মন্দা অর্থনীতির জেরে সারা দেশে দু্র্দশার ছবি।

  • |
Google Oneindia Bengali News

দেশে বেহাল অবস্থা অর্থনীতির। শুক্রবার প্রকাশিত সরকারি পরিসংখ্যানে শিল্পে মন্দা আরও প্রকট হল। মন্দা অর্থনীতির জেরে সারা দেশে দু্র্দশার ছবি। এক মাসের মধ্যেই দেশের শিল্পক্ষেত্রে উৎপাদন সূচকের রেকর্ড অবনতি হয়েছে। অক্টোবরে আটটি মূল পরিকাঠামোগত শিল্পের আউটপুট ৫.৮ শতাংশে নেমে এসেছে বলে রিপোর্ট বলছে।

শিল্পক্ষেত্রে পরিসংখ্যানে মাথায় হাত

শিল্পক্ষেত্রে পরিসংখ্যানে মাথায় হাত

এই পরিসংখ্যানে ইঙ্গিত দিচ্ছে দেশে অর্থনৈতিক মন্দা আরও তীব্রতর রূপ নিতে চলেছে। দেশের শিল্পক্ষেত্রে পরিসংখ্যানে মাথায় হাত পড়ার জোগাড় হয়েছে। সাত বছরের মধ্যে সবথেকে নীচে নেমে এসেছে এই হার। আটটি মূল শিল্পের মধ্যে ছয়টিতেই অক্টোবরে মন্দা দেখা দিয়েছে।

উৎপাদন শিল্পে ধাক্কা

উৎপাদন শিল্পে ধাক্কা

কয়লা উৎপাদন কমেছে ১৭.৬ শতাংশ, অপরিশোধিত তেল ৫.১ শতাংশ এবং প্রাকৃতিক গ্যাস ৫.৭ শতাংশ কমেছে। সিমেন্টের উৎপাদন কমেছে ৭.৭ শতাংশ, ইস্পাত ১.৬ শতাংশ এবং বিদ্যুতের উৎপাদন ১২.৪ শতাংশ হ্রাস পেয়েছে। অক্টোবরে যে একমাত্র সার উৎপাদনে প্রবৃদ্ধি হয়েছে। বাৎসরিক উৎপাদন ১১.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

আগস্টে জিডিপিতে ধাক্কার পর

আগস্টে জিডিপিতে ধাক্কার পর

অক্টোবরে শোধনাগার পণ্যগুলিতে আয়ের প্রবৃদ্ধি কমেছে ০.৪ শতাংশে, যা গত বছরের এই সময়ে ১.৩ শতাংশ ছিল। আটটি মূল শিল্পে 4.8 শতাংশ প্রসারিত হয়েছিল গতবছর অর্থাৎ ২০১৮-তে। ২০১৯-এ আগস্টে জিডিপি পতন হয়। তারপর মোদী সরকার কয়েকটি পদক্ষেপ নিয়েছিল দেশের অর্থনীতির উন্নয়নে।

ধস নামল অর্থনীতিতে, শিল্প ক্ষেত্রে মন্দা

ধস নামল অর্থনীতিতে, শিল্প ক্ষেত্রে মন্দা

কিন্তু সেই পদক্ষেপে কতটা চাঙ্গা হল অর্থনীতি, তা বোঝার জন্য নভেম্বর পর্যন্ত অপেক্ষা করেছিল ওয়াকিবহাল মহল। কিন্তু নভেম্বরে এসে দেখা গেল কোনও উন্নতিই নেই। অক্টোবরের পরিসংখ্যান আরও উদ্বেগ বাড়াল। বরং আরও ধস নামল অর্থনীতিতে, শিল্প ক্ষেত্রে মন্দা তীব্রতর হল।

English summary
Industrial production gives message more economic slowdown in Modi’s reign in India. India’s economic faces more crisis now
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X