For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইন্দোরে ভয়াবহ আগুন, ঝলসে মৃত ৭, আহত ১১

Google Oneindia Bengali News

শনিবার ভোররাতে ইন্দোরের স্বর্ণ বাগ কলোনিতে একটি দ্বিতল বিল্ডিংয়ে ব্যাপক অগ্নিকাণ্ডের পর সাতজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে উপস্থিত ইন্দোরের পুলিশ কমিশনার হরিনারায়ণ চারি মিশ্র জানিয়েছেন, প্রাথমিক তথ্য অনুসারে বাড়ির ভিতরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।

ইন্দোরে ভয়াবহ আগুন, ঝলসে মৃত ৭, আহত ১১

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ইন্দোরে অগ্নিকাণ্ডে নিহতদের আত্মীয়স্বজনদের জন্য প্রত্যেককে ৪ লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান টুইট করে লিখেছেন, 'ইন্দোরের স্বর্ণবাগ কলোনিতে শর্ট সার্কিটের কারণে দুর্ঘটনায় বহু মূল্যবান প্রাণের অকাল মৃত্যুর দুঃখজনক খবর পেয়েছি। আমি বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং পরিবারের সদস্যদের এই গভীর শোক সইবার শক্তি এবং আহতদের দ্রুত সুস্থতা দান করার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। ইন্দোরে অগ্নিকাণ্ডে মৃত্যুর খবর অত্যন্ত হৃদয়বিদারক। আমি এ বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছি। গাফিলতি পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।'

পুলিশ কমিশনার বলেন, "সাতজন মারা গেছেন এবং ঘটনাস্থলে উপস্থিত কর্মকর্তারা এখন পর্যন্ত নয়জনকে উদ্ধার করেছেন।" দমকল বিভাগের একজন কর্মকর্তা বলেন, "শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হতে পারে। আগুন নিয়ন্ত্রণে আনতে আমাদের তিন ঘণ্টা সময় লেগেছে।" আরও তদন্ত চলছে।

মৃতদের নাম ঈশ্বর সিং সিসোদিয়া, নীতু সিসোদিয়া, আশিস, গৌরব ও আকাংশা, মৃত দুইজনের নাম জানা যায়নি। আহতদের নাম হল ফিরোজ, মুনিরা, বিশাল প্রজাপতি, আরশাত ও সোনালী পাওয়ার, যারা এমওয়াই হাসপাতালে চিকিৎসাধীন। ভবনের সকল বাসিন্দাই ভাড়াটিয়া ছিলেন।

খবরে বলা হয়েছে, রাতে বিদ্যুৎ বিভ্রাট হয়েছিল, কিন্তু বিদ্যুৎ আসার পর পার্কিং মিটারে আগুন ধরে যায়। মৃতদের মধ্যে একজন দম্পতিও রয়েছে, যাদের তিন দিন আগে এখানে স্থানান্তর করা হয়েছিল। এই দম্পতির বাড়িটি পাড়ায়ই তৈরি হচ্ছিল, তাই তারা এখানে ভাড়া নিয়েছিল। প্রত্যক্ষদর্শী এহসান প্যাটেল জানান, রাত ৩টের দিকে আমরা শব্দ শুনতে পাই। বাইরে গিয়ে দেখি আগুন লেগেছে। আমরা বালতি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেছি। আমার ভাই এই বিল্ডিংয়ে থাকেন। এ ছাড়া কিছু শিক্ষার্থী ও অন্যান্য পরিবারও সেখানে বসবাস করে।

অগ্নিকাণ্ডে সাতজনের মৃত্যুর পর ভবনটি সিল করে দেওয়া হয়েছে। সকালেই তদন্তের জন্য ঘটনাস্থলে পৌঁছেছে ফরেনসিক বিভাগের দল। কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পুলিশ কমিশনার হরিনারায়ণচারী মিশ্র, বিধায়ক মহেন্দ্র হরদিয়া। তিনি সেখানে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন। হাসপাতালে আহতদের অবস্থা জানতে হাসপাতালে পৌঁছেছেন কালেক্টর মনীশ সিংও।

ফায়ার ব্রিগেডের কর্মীদের মতে, পার্কিংয়ে লাগানো মিটারে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। যানবাহনে আগুনের সূত্রপাত, যা ভয়াবহ রূপ নেয়।

English summary
madhy pradesh's indore huge fire cause seven death
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X