For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ব্যাঙ্ক জাতীয়করণ 'প্রতারণা'! দেশে আমূল পরিবর্তন আনতে কত সময়, জানালেন মোদী

ভোট প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিশানায় প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। মোদী বলেন, বিখ্যাত স্লোগান 'গরিবি হঠাও' ছিল মিথ্যা প্রতিশ্রুতি।

  • |
Google Oneindia Bengali News

ভোট প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিশানায় প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। মোদী বলেন, বিখ্যাত স্লোগান 'গরিবি হঠাও' ছিল মিথ্যা প্রতিশ্রুতি। একইসঙ্গে তাঁর অভিযোগ, গরিবদের নাম করে ব্যাঙ্ক জাতীয়করণ ছিল প্রতারণার সামিল।

রাহুলকে জবাব মোদীর

রাহুলকে জবাব মোদীর

মধ্যপ্রদেশের মন্দসাউরের সভা থেকে নেহরু-গান্ধী পরিবারের ওপর কড়া আক্রমণ করে মোদী। গরিবি দূরীকরণের প্রতিশ্রুতিকে মিথ্যা বলেও অভিযোগ করেন তিনি।

মোদী আরও বলেন, কংগ্রেস ক্ষমতায় যা সুযোগ পেয়েছে, তার অর্ধেকও যদি তিনি পান, তাহলে দেশের পরিবর্তন করে দেবেন তিনি।

প্রধানমন্ত্রীর মন্তব্য এমন একটা সময়ে এল, যখন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বিজেপির বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতির অভিযোগ আনছেন। ২০১৪-র ভোটে বিজেপি মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল বলে অভিযোগ করেছেন রাহুল।

নেহরু-গান্ধী পরিবারের মিথ্যা প্রতিশ্রুতি

নেহরু-গান্ধী পরিবারের মিথ্যা প্রতিশ্রুতি

প্রধানমন্ত্রী মোদী বলেছেন, নেহরু-গান্ধী পরিবারের ৪ প্রজন্ম দেশ শাসন করেছেন, কিন্তু তারা মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে গিয়েছেন।

সমাবেশে প্রধানমন্ত্রী প্রশ্ন করেন, শ্রীমতী ইন্দিরা গান্ধী দেশের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি কি দেশ থেকে গরিবি দূর করতে ৪০ বছর আগে স্লোগান দেননি।
সমবেত জনগণকে প্রধানমন্ত্রী প্রশ্ন করেন, সত্যি কথা বলুন, গরিবি কি দূর হয়েছে? সেটা কি একটা মিথ্যা প্রতিশ্রুতি ছিল না? যাঁরা সেদিন একথা বলেছিলেন, তাঁরা কি মিথ্যাবাদী নন?

ব্যাঙ্ক জাতীয়করণ 'প্রতারণা'

ব্যাঙ্ক জাতীয়করণ 'প্রতারণা'

প্রধানমন্ত্রী বলেন ইন্দিরা গান্ধী রাতারাতি ব্যাঙ্ককে জাতীয়করণ করেছিলেন। দাবি করা হয়েছিল, সরকার গরিবদের জন্য দরজা খুলে দিচ্ছে। যদি জাতীয়করণ সত্ত্বেও দেশের অর্ধেকের বেশি মানুষ ২০১৪-র আগে পর্যন্ত ব্যাঙ্কের দরজা দেখতে পায়নি। দাবি করেন মোদী। গরিবদের নামে ব্যাঙ্কের জাতীয়করণ কি প্রতারণা নয়, প্রশ্ন করেন মোদী।

তাঁর সরকার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী জনধন প্রকল্প চালু করার পর গরিবরা ব্যাঙ্কের সুযোগ পেয়েছেন বলে দাবি করেছেন মোদী।

কংগ্রেসের অর্ধেক সময় পেলে আমূল পরিবর্তন

কংগ্রেসের অর্ধেক সময় পেলে আমূল পরিবর্তন

প্রধানমন্ত্রী বলেন, এটা সত্যি যে গত ৫০-৬০ বছরের ভুল শুধরে নিতে তাদের কিছু সময় লেগেছে। তারা মাত্র চার বছর সময় পেয়েছেন। সেই সঙ্গে তিনি বলেন, যদি দেশে কংগ্রেস সরকার যতদিন ক্ষমতায় ছিল তার অর্ধেক সময়ও যদি তিনি পান, তাহলে দেশে আমূল পরিবর্তন তিনি আনবেন বলে জানিয়েছেন মোদী।

১৯৬৯ সালে দেশে ১৪ টি বাণিজ্যিক ব্যাঙ্ককে জাতীয়করণ করেছিলেন ইন্দিরা গান্ধী।
১৯৭১ সালে গরিবি হঠাও, দেশ বাঁচাও-এর স্লোগান দিয়েছেন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী।

( প্রতীকী ছবি সৌজন্য: পিটিআই)

English summary
Indira Gandhi's Bank Nationalisation Was Fraud, PM Modi Said in Mandsaur
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X