For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লখনৌগামী বিমানে বোমাতঙ্ক! মুম্বইয়ে বিমানে তন্নতন্ন করে পরীক্ষা

মুম্বই থেকে লখনৌ ভায়া দিল্লিগামী বিমানে বোমাতঙ্ক। খবর পাওয়ার পরেই বিমানটিকে টার্মিনালে দাঁড় করিয়ে তল্লাশি চালানো হয়।

  • |
Google Oneindia Bengali News

মুম্বই থেকে লখনৌ ভায়া দিল্লিগামী বিমানে বোমাতঙ্ক। খবর পাওয়ার পরেই বিমানটিকে টার্মিনালে দাঁড় করিয়ে তল্লাশি চালানো হয়। বেসরকারি বিমান সংস্থা গো-এয়ারের জি-এইট ৩২৯-এ দিল্লিগামী এক মহিলাযাত্রী টার্মিনাল ওয়ানের চেক-ইন কাউন্টারে জানান, ইন্ডিগো ফ্লাইট সিক্স ৩৬১২ বিমানে বোমা রাখা রয়েছে।

লখনৌগামী বিমানে বোমাতঙ্ক! মুম্বইয়ে বিমানে তন্নতন্ন করে পরীক্ষা

বিমানটিকে সঙ্গে সঙ্গে দ্বিতীয় দফার পরীক্ষার জন্য বিচ্ছিন্ন একটি জায়গায় নিয়ে যাওয়া হয়। যদিও বিমানটিতে সেরকম কিছুই পাওয়া যায়নি।

পরে মুম্বই থেকে সকাল ৮.৪০-এ বিমানটি ছেড়ে যায়। দিল্লিতে ইন্দিরা গান্দী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ওয়ানসিতে বিমানটি অবতরণ করে সকাল ১০.৪৫ নাগাদ। বিমানটিটি ২ ঘন্টা ২৫ মিনিট দেরি হয়।

সংবাদ মাধ্যমের তরফে ইন্ডিগো কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও, কোনও ফল পাওয়া যায়নি।

মুম্বই থেকে বিমানটি ছেড়ে যাওয়ার কথা ছিল সকাল ৬.০৫ মিনিটে। বিমানটিতে কতজন যাত্রী ছিলেন, তা অবশ্য জানা যায়নি।

যে মহিলাযাত্রী অভিযোগ জানিয়েছিলেন, তিনি বেশ কিছু ছবিও দেখিয়েছেন বলে জানা গিয়েছে। ছবিতে থাকা ব্যক্তিরা দেশের তরফে বিপদজ্জনক বলে দাবি করেছেন তিনি।
সূত্রের খবর অনুযায়ী,বোমা রাখার খবর পাওয়ার পরেই বোম্ব থ্রেট অ্যাসেসমেন্ট কমিটিকে জানায় সিআইএসএফ।

English summary
Indigo Mumbai to Lucknow flight Via Delhi grounded after bomb threat says Report
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X