For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পরপর ইঞ্জিনে বিভ্রাটের জের, বসিয়ে দেওয়া হল ইন্ডিগোর ৮টি বিমান, বাতিল শতাধিক উড়ান

ইঞ্জিনে বিভ্রাটের কারণে ৮টি বিমান বসিয়ে দিল ইন্ডিগো। বাতিল শতাধিক উড়ান, যাত্রীদের অন্য বিমানে জায়গা করে দেওয়া হয়েছে ।

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

যান্ত্রিক সমস্যায় জেরবার দেশের অন্যতম কম খরচের বিমান সংস্থা ইন্ডিগো। ইঞ্জিনের সমস্যার জেরে ইন্ডিগোর ৮টি এ-৩২০ এয়ারবাসকে সাময়িকভাবে বসিয়ে রাখা হয়েছে। ফলে দেশজুড়ে বাতিল করা হয়েছে শতাধিক উড়ান। যাত্রীদের অন্য বিমানে জায়গা করে দেওয়া হচ্ছে।

পরপর ইঞ্জিনে বিভ্রাটের জের, বসিয়ে দেওয়া হল ইন্ডিগোর ৮টি বিমান, বাতিল শতাধিক উড়ান

ইন্ডিগোর এ -৩২০ এয়ারবাসের ইঞ্জিনের সমস্যা কয়েক মাস আগেই ধরা পড়েছে। জুলাই, অগাস্ট ও সেপ্টেম্বর মাসজুড়েই এই বিমানগুলির মেরামতি চলবে বলে আগেই সিদ্ধান্ত নিয়েছিল ইন্ডিগো কর্তৃপক্ষ। সেইমতই যাঁরা আগে থেকেই টিকিট কেটে রেখেছিলেন, তাঁদের অন্য বিমানে জায়গা করে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ইন্ডিগো-র মুখপাত্র।

বুধবারই ইন্ডিগোর ইঞ্জিন বিভ্রাটের সাম্প্রতিক ঘটনা ঘটে। আমেদাবাদ- কলকাতা ভিটি- আইটিকে বিমানটির দু নং ইঞ্জিন মাঝ আকাশেই বিকল হয়ে যাওয়ায় কাছাকাছি নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করাতে হয় বিমানটিকে । উল্লেখ্য,বসিয়ে রাখা আটটি বিমানেই সাম্প্রতিক নিও ইঞ্জিন রয়েছে। সূত্রের খবর, জুলাই মাসের ৩ তারিখ পর্যন্ত ৭০০-রও বেশি উড়ান বাতিল হয়েছে ইন্ডিগোর।

চলতি মাসের গোড়াতেই ইন্ডিগোর বিমানে যান্ত্রিক বিভ্রাটের বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ডিজিসিএ। এই যান্ত্রিক সমস্যার মেটাতে ইঞ্জিন বদল করার প্রয়োজন। কিন্তু ইঞ্জিন সরবরাহকারী সংস্থা প্র্যাট অ্যান্ড হুইটনি ঠিক সময়ে নতুন ইঞ্জিন দিতে পারছে না বলে সূত্রের খবর।

English summary
Indigo airlines forces to ground 8 planes over faulty engine issue, more than 100 flights cancelled.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X