For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৪৮ কিমি দূরের শত্রুকে গুড়িয়ে দেবে ভারতের এই কামান! লালক্লেল্লায় আরও এক ইতিহাস

৪৮ কিমি দূরের শত্রুকে গুড়িয়ে দেবে ভারতের এই কামান! লালক্লেল্লায় আরও এক ইতিহাস

  • |
Google Oneindia Bengali News

আজ সোমবার লালকেল্লার বুকে আরও এক ইতিহাস! দেশীয়ভাবে তৈরি হাউইটজার কামান ATAG প্রথমবারের মতো ব্যবহার করা হল। স্বাধীনতা দিবসের ৭৫ বছর উদযাপন করছে দেশ। আর সেই সময় 'মেড ইন ইন্ডিয়া' (made in india) র তৈরি এই কামান থেকে ২১ তোপ ছোঁড়া হয়। DRDO এটিকে আরও উন্নত, অ্যাডভান্সড টোড আর্টিলারি গান সিস্টেম (ATAGS) হিসাবে উন্নত করেছে। ব্রিটিশ বংশোদ্ভূত '25 পাউন্ডার' আর্টিলারি বন্দুকের সাথে ব্যবহার করা হয়েছিল। ঐতিহ্যবাহী ব্রিটিশ-অরিজিন '25 পাউন্ডার' আর্টিলারি বন্দুকের সঙ্গে ব্যবহৃত হয়।

সেনাবাহিনীকে স্যালুট জানান প্রধানমন্ত্রী

সেনাবাহিনীকে স্যালুট জানান প্রধানমন্ত্রী

আত্মনির্ভর ভারতের কথা বারবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর বক্তব্যে তুলে ধরেছেন। আজ স্বাধীনতা দিবসে ভাষণেও আত্ম নির্ভর ভারতের কথা উঠে আসে। আর সেখানেই এই কামানের কথা বলেন প্রধানমন্ত্রী। বলেন, স্বাধীনতার ৭৫ বছরের মধ্যে প্রথমবার তেরঙাকে ২১টি তোপের স্যালুট দিতে মেড-ইন-ইন্ডিয়া আর্টিলারি বন্দুকের ব্যবহার করা হল। এজন্যে সেনাবাহিনীকে স্যালুট জানান প্রধানমন্ত্রী মোদী। দেশের মাটিতে তৈরি অ্যাডভান্সড হাউইটজার কামান ATAG অন্যতম আধুনিক করে তোলা হয়েছে।

২১ বন্দুক স্যালুট ঐতিহ্য আসলে কি?

২১ বন্দুক স্যালুট ঐতিহ্য আসলে কি?

যখন প্রধানমন্ত্রী লালকেল্লাতে তিরঙ্গা তোলার সময়ে মিলিটারি ব্র্যান্ড রাষ্ট্রগান বাজিয়ে থাকে। শুধু তাই নয়, সেই সময় একটি আর্টিলারি রেজিমেন্ট কামান থেকে আনুষ্ঠানিকভাবে ২১ টি তোপ থেকে স্যালুট দেওয়া হয়। কামানের মাধ্যমে এভাবে স্যালুটের প্রথা পশ্চিমের দেশগুলির নৌবাহিনীর দ্বারা শুরু হয়েছিল। বন্দর থেকে যাওয়া জাহাজগুলি থেকে এই তোপ অন্য ভাবে তোপ দাগা হতো যার মাধ্যমে বোঝানো হত লড়াইয়ের জন্যে এই তোপ দাগা নয়। এই পরম্পরাকে সম্মান দিতে অন্যতম ভাবে আগে বাড়ানো হয়েছে। যেমন এটি ক্রাউন, রাজপরিবারের সদস্য, সামরিক কমান্ডার এবং রাষ্ট্রপ্রধানদের আনুষ্ঠানিক অভ্যর্থনার জন্য ব্যবহৃত হত।

ঐতিহ্য ব্রিটিশ শাসনকাল থেকে হয়ে আসছে

ঐতিহ্য ব্রিটিশ শাসনকাল থেকে হয়ে আসছে

ভারতে এই ঐতিহ্য ব্রিটিশ শাসনকাল থেকে হয়ে আসছে। স্বাধীনতার আগে ১০১ টি তোপের মাধ্যমে সম্মান দেওয়া হতো। এটি রাজকীয় সালামি নামেও পরিচিত। এটি শুধুমাত্র ভারতের সম্রাট অর্থাৎ ব্রিটিশ ক্রাউনকে দেওয়া হয়েছিল। ১০১ টি তোপের বদলে পরবর্তীকালে ৩১ এবং পরে ২১টি তোপ দাগা হতো। ভারতে, প্রজাতন্ত্র দিবস, স্বাধীনতা দিবস এবং অন্যান্য অনুষ্ঠানের পাশাপাশি রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠানে ২১ তোপ ছুঁড়ে স্যালুট দেওয়া হয়।

দেশীয় কামান দিয়ে স্যালুট দেওয়া হয়েছে

দেশীয় কামান দিয়ে স্যালুট দেওয়া হয়েছে

আধিকারিক জানাচ্ছেন, এখনও পর্যন্ত ভারতে ব্রিটিশ বন্দুক ব্যবহার করা হতো এই স্যালুটের জন্য। কিন্তু দীর্ঘদিনের প্রথার বদল ঘটেছে। আজ যে দেশীয় বন্দুক দিয়ে স্যালুট দেওয়া হয়েছে তা তৈরি করেছে প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও)। ATAGS একটি দেশীয় 155 মিলিমিটার x 52 ক্যালিবার হাউইৎজার গান (কামান) কে আরও আধুনিক ভাবে গড়ে তোলা হয়েছে। এটি ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও) এর পুনে-ভিত্তিক নোডাল এজেন্সি, আর্মামেন্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এস্টাব্লিশমেন্ট (এআরডিই) এর সহযোগিতায় তৈরি করেছে।

কত টা শক্তিশালী এই কামান

ডিআরডিওর মাধ্যমে এর ডিজাইন সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে তৈরি করা হয়েছে। এই কামানে Atag 155 মিমি ক্যালিবার বন্দুক সিস্টেম রয়েছে। এর ডিজাইন এবং ডেভেলপ অনেকগুলি বিষয়গুলি মাথায় রেখে করা হয়েছে। এই কামানের মাধ্যমে ৪৫ কিলোমিটার দূরে থাকা শত্রুকেও মিহুরতে গুড়িয়ে দেওয়া যাবে। রাতের বেলা সরাসরি-ফায়ার সিস্টেম রয়েছে এতে। ফলে খুব সহজেই এটির ব্যবহার রাতে করা যাবে। এছাড়াও গতি, অ্যাডভান্সড কমিউনিকেশন পদ্ধতি শত্রুপক্ষের মাথা ঘুরিয়ে দিতে বাধ্য। ATAGS হল একটি বিশ্বমানের সিস্টেম যা জোন 7-এ বাইমোডুলার চার্জিং সিস্টেম ফায়ার করতে সক্ষম। ফলে এই কামান দেশের অস্ত্র ভান্ডারের অন্যতম দুঃসাহসিক অস্ত্র বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা।

ছবি সৌ:এএনআই

বেঙ্গালুরুর বিতর্কিত ইদগাহ ময়দানে ৭৬ বছরে প্রথবার উত্তোলন করা হল জাতীয় পতাকাবেঙ্গালুরুর বিতর্কিত ইদগাহ ময়দানে ৭৬ বছরে প্রথবার উত্তোলন করা হল জাতীয় পতাকা

English summary
indigenous howitzer ATAGS used in Independence Day makes history, know the features
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X