For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মাচালির মৃত্যুতে শোকে ভাসল সোস্যাল মিডিয়া

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ১৮ অগাস্ট : রণথম্বোর জাতীয় উদ্যানের রানি বলেই সবাই তাকে চিনত। বহু নামী দামী ছবি শিকারিরা তার একটা ছবি পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেন। তার জনপ্রিয়তা এতটাই বেশি ছিল যে তার জন্য আলাদা করে ফেসবুক পেজ তৈরি করতে হয়েছিল।[৪ কিলোমিটার ধরে বাঘের তাড়া খেলেন 'বিগ বি'!]

আজকের পর থেকে এসব এখন অতীত। কারণ ভারত বিখ্যাত 'মাচালি' আর বেঁচে নেই। এতক্ষণ ধরে আমরা যার কথা বলছি সে ভারতের বিখ্যাত বাঘেদের তালিকায় সেরার সেরা। এমনিতে রয়্যাল বেঙ্গল টাইগারের গড় আয়ু হয় ১০ থেকে ১৫ বছর। কিন্তু মাচালি মারা গিয়েছে ২০ বছর বয়সে। [কামবর্ধক ওষুধের পরও যৌনতায় অনিহা 'লাজুক' বাঘের, রাতের ঘুম উড়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষের]

মাচালির মৃত্যুতে শোকে ভাসল সোস্যাল মিডিয়া

রণথম্বোর জাতীয় উদ্যানের কর্মীদের মতে বিগত বেশ কয়েকদিন ধরেই মাচালি অসুস্থ ছিল। সব রকম চেষ্টার পরেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। রণথম্বোর ব্যাঘ্র প্রকল্পের অধিকর্তা যোগেশ কুমার শাহু সংবাদসংস্থাকে জানান, "আমরা মাচালির জন্য সব ধরনের চিকিৎসার ব্যবস্থা করেছিলাম। তাতে অবশ্য কোনও ফল মেলেনি। বয়সজনিত কারণেই শেষ পর্যন্ত তার মৃত্যু হয়"।[(ভিডিও) দেখে নিন কীভাবে খাঁচায় ঢুকে বাঘকেই ভয় দেখাল একটি সারস]

মাচালির মৃত্য়ুর খবর ছড়িয়ে পড়তেই তার ফেসবুক পেজে অনেক ভক্তই দুঃখ প্রকাশ করেছেন। অনেকে শোক প্রকাশ করে লিখেছেন 'তুমি যেখানেই থাকো আমরা তোমাকে মিস করবো'। এভাবেই চিরকাল ভক্তদের হৃদয়ে থেকে যাবে মাচালি। [জাতীয় পশু বেছে নিতে এবার ভোট দিচ্ছে ভারত !]

English summary
india's most famous tiger machali died
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X