For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‌কক্ষপথের উদ্দেশ্যে পাড়ি জিস্যাট–৩০, যোগাযোগ ব্যবস্থা হবে আরও উন্নত

‌কক্ষপথের উদ্দেশ্যে পাড়ি জিস্যাট–৩০, যোগাযোগ ব্যবস্থা হবে আরও উন্নত

Google Oneindia Bengali News

নতুন বছরের শুরুতেই সফলভাবে নয়া স্যাটেলাইট উৎক্ষেপণ করল ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো)। শুক্রবার আরিয়ান–৫ রকেটে চেপে কক্ষপথের উদ্দেশ্যে পাড়ি দেয় ইসরোর কমিউনিকেশন স্যাটেলাইট জিস্যাট–৩০। উড়ান শেষে সফলভাবে নির্ধারিত কক্ষপথে পৌঁছে যায় জিএসএটি সিরিজের সবচেয়ে উন্নত এই কৃত্রিম উপগ্রহটি।

জিস্যাট–৩০–এর সফর

জিস্যাট–৩০–এর সফর

জানা গিয়েছে, এদিন ভারতীয় সময় মতে সকাল ২.৩৫ মিনিটে দক্ষিণ আমেরিকার উত্তর-পূর্ব উপকূলবর্তী উৎক্ষেপণ কেন্দ্র ফ্রেঞ্চ গিয়ানা থেকে স্যাটেলাইটটির উৎক্ষেপণ করা হয়। ইউরোপিয়ান স্পেস এজেন্সি ‘আরিয়ানস্পেস'-এর আরিয়ানা-৫ লঞ্চ ভেহিকেলে (ভিএ-২৫১) চেপে পাড়ি দেয় জিস্যাট-৩০ উপগ্রহ। এই স্যাটেলাইটের কার্যকাল কমপক্ষে ১৫ বছর। ফ্রেঞ্চ গিয়ানা থেকে এর আগে প্রায় ২০টি উপগ্রহ মহকাশে পাঠিয়েছে ইসরো। এই কেন্দ্রটি ১৯৮১ সাল থেকে ব্যবহার করছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। ‘আরিয়ানস্পেস'-এর স্টিফানে ইজরায়েল টুইট করে আরিয়ান-৫ রকেটের উৎক্ষেপণের কথা জানান। টুইটার হ্যান্ডেলে তিনি লেখেন, ‘‌২০২০ সালের শুরু থেকেই দৃঢ়তার সঙ্গে কাজ শুরু করেছি আমরা। আরিয়ান-৫ লঞ্চ ভেহিকেলে চেপে জিওস্টেশনারি অরবিটে পৌঁছে গিয়েছে জিস্যাট-৩০।'‌ সফল উৎক্ষেপণের পর বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন ইসরোর ইউ আর স্যাটেলাইট সেন্টারের ডিরেক্টর পি কুনহিকৃষ্ণণ।

জিস্যাট–৩০ কিভাবে কাজ করবে

জিস্যাট–৩০ কিভাবে কাজ করবে

ইসরো সূত্রে জানা গিয়েছে, ৩৮ মিনিট ২৫ সেকেন্ড স্থায়ী বিমানের পরে, জিস্যাট-30 একটি উপবৃত্তাকার জিওসিনক্রোনাস ট্রান্সফার কক্ষপথে আরিয়েন ৫ উচ্চ স্তরের থেকে পৃথক হয়। ৩৩৫৭ কেজি জিস্যাট-৩০ কক্ষপথের কিছু উপগ্রহে অপারেশনাল পরিষেবাগুলিতে ধারাবাহিকতা সরবরাহ করবে। মহাকাশযানের শক্তি ৬ কিলোওয়াট। উপগ্রহে থাকা দু'‌টি সৌর প্যানেল-এর সাহায্যে কাজ করবে জিস্যাট-৩০।

যোগাযোগ ব্যবস্থায় পরিবর্তন আনবে ইসরো

যোগাযোগ ব্যবস্থায় পরিবর্তন আনবে ইসরো

ইসরোর চেয়ারম্যান ডঃ কে শিবন বলেন, ‘‌জিস্যাট-৩০ এর নমনীয় ফ্রিকোয়েন্সি বিভাগগুলি এবং নমনীয় কভারেজ সরবরাহের একটি অনন্য কনফিগারেশন রয়েছে। উপগ্রহটি কু-ব্যান্ডের মাধ্যমে ভারতীয় মূল ভূখণ্ড এবং দ্বীপপুঞ্জের যোগাযোগের পরিষেবা প্রদান করবে এবং উপসাগরীয় দেশগুলিতে, বিরাট সংখ্যক এশী‌য়ান দেশ ও অস্ট্রেলিয়াকে সি-ব্যান্ডের মাধ্যমে কভার করবে।'‌ ইসরো জানিয়েছে, যোগাযোগ ব্যবস্থায় বিরাট পরিবর্তন আনতে চলেছে। জিস্যাট-৩০-এর সফল উৎক্ষেপণের ফলে আগামি দিনে দেশে মোবাইল ও ইন্টারনেট যোগাযোগ পরিষেবা আরও উন্নত হওয়ার পাশাপাশি, টেলিভিশন প্রযুক্তিতে বিশেষ সুফল পাওয়া যাবে। শুধু তাই নয় প্রত্যন্ত গ্রামে ডিটিএইচ পরিষেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে।

২০২০ সালে দশটি উপগ্রহ লঞ্চ করবে ইসরো

২০২০ সালে দশটি উপগ্রহ লঞ্চ করবে ইসরো

চলতি বছরে অন্তত দশটি নতুন উপগ্রহ লঞ্চ করার লক্ষ্যমাত্রা নিয়েছে ইসরো। তার মধ্যে রয়েছে আদিত্য এল ১ উপগ্রহ। ২০২০-এর মাঝামাঝি এই উপগ্রহটি লঞ্চ করার সম্ভাবনা রয়েছে। সূর্যের উপর গবেষণা করার জন্য এটিই হবে ভারতের প্রথম অভিযান।

English summary
The launch took place from the Spaceport in French Guiana during the early hours
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X