For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশীয় টিকা কোভ্যাকসিন নজর কাড়ছে বিশ্বের, টুইটে দাবি আইসিএমআরের

দেশীয় টিকা কোভ্যাকসিন নজর কাড়ছে বিশ্বের

Google Oneindia Bengali News

বিশ্বের নজর কাড়ছে দেশীয় ভ্যাকসিন কোভ্যাকসিন, দাবি করল ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (‌আইসিএমআর)‌। আইসিএমআর–ভারত বায়োটেকের যৌথ উদ্যোগে তৈরি কোভিড–১৯ ভ্যাকসিন, এখন তৃতীয় পর্যায়ের ট্রায়ালে রয়েছে।

দেশীয় টিকা কোভ্যাকসিন নজর কাড়ছে বিশ্বের, টুইটে দাবি আইসিএমআরের


আইসিএমআর টুইটে জানিয়েছে যে ভারতের দেশীয় ভ্যাকসিন লক্ষণীয় কীর্তি অর্জন করেছে। টুইটে এও বলা হয়েছে যে কোভিড–১৯ রুখতে সক্ষম ভারতীয় টিকা কোভ্যাকসিন। আইসিএমআর এবং ভারত বায়োটেক সম্মিলিত ভাবে বানাচ্ছে এই টিকা। এখনও পর্যন্ত এই টিকা সংক্রান্ত যে তথ্য সামনে এসেছে তা নিরাপদ এবং আকর্ষণীয়। এই টিকা নিয়ে প্রবন্ধ ছাপতে চেয়েছে ল্যানসেটও। আইসিএমআর জানিয়েছে, '‌কোভ্যাকসিনের প্রথম ও দ্বিতীয় পর্যায়ের ট্রায়ালের ফল তৃতীয় পর্যায়ের ট্রায়ালের রাস্তা প্রশস্ত করেছে। যা দেশের ২২টি জায়গায় চলছে।’‌

দিল্লি এইমসের পক্ষ থেকে কোভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়ালে যোগদানের জন্য স্বেচ্ছাসেবকদের আবেদন জানানো হয়েছে। এইমসের পক্ষ থেকে বিজ্ঞাপনের মাধ্যমে জানানো হয়েছে যে প্রথম/‌তৃতীয় পর্যায়ের ট্রায়াল নিরাপদ ও রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পারছে এবং এটা সম্পূর্ণ হয়ে গিয়েছে। ভারতের বাজারে যখনই কোভ্যাকসিন আসবে, তা প্রাথমিকভাবে মানব শরীরে ৬০ শতাংশ কার্যকরী হবে বলে জানায় ভারত বায়োটেক। প্রথম পর্যায়ে সেই ভ্যাকসিন অন্তত ৬০ শতাংশ কার্যকরী হবে মানব শরীরে।

বদলে যাচ্ছে স্কুলের ছুটির ধরন, নতুন শিক্ষাবর্ষ থেকেই চালুর পরিকল্পনা, জেনে নিন নতুন ছুটির পরিকল্পনাবদলে যাচ্ছে স্কুলের ছুটির ধরন, নতুন শিক্ষাবর্ষ থেকেই চালুর পরিকল্পনা, জেনে নিন নতুন ছুটির পরিকল্পনা

English summary
indias indigenous vaccine covaxin has drawn global attention
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X