For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতের সোনা আমদানির পরিমাণ কমলো প্রায় ৭ শতাংশ

ভারতের সোনা আমদানির পরিমাণ কমলো প্রায় ৭ শতাংশ

  • |
Google Oneindia Bengali News

সোনা আমদানির বৃহত্তর ক্ষেত্র হিসাবে পরিচিতি ভারত। ভারতে বছরে প্রায় ৮০০-৯০০ টন সোনা আমদানি করা হয়। কিন্তু চলতি অর্থবর্ষের ভারতে সোনা আমদানির পরিমাণ প্রায় ৭শতাংশ কমে গেছে। যার বাজার মূল্য প্রায় ২০.৫৭ বিলিয়ন ডলার।

ভারতের সোনা আমদানির পরিমাণ কমলো প্রায় ৭ শতাংশ

সোনার এই আমদানি কমে যাওয়াতে আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ১০৬.৮৪ বিলিয়ন ডলার। ২০১৯ এর জুলাই মাস থেকেই ভারতীয় বাজারে সোনা আমদানির পরিমাণ ক্রমেই কমতে থাকে। যদিও অক্টোবর ও নভেম্বর মাসে নাগাদ ধনতেরাস সহ বিভিন্ন উৎসবের কারণে তা কিছুটা বৃদ্ধি পায়। কিন্তু পরবর্তীতে তা আবারও কমতে থাকে। বর্তমানে তা ৭% এ এসে দাঁড়িয়েছে।

ভারত সোনার বৃহত্তম আমদানিকারক হিসাবে পরিচিত। মূলত সোনার গহনার চাহিদা থাকার কারণেই। কিন্তু সরকার এই বছরের বাজেটের ১০ শতাংশ থেকে ধাতব আমদানিতে ১২.৫ শতাংশ শুল্ক বাড়িয়েছে। শুল্ক বৃদ্ধির কারণেই সোনা আমদানির পরিমাণ কমেছে বলেই মনে করছে সোনা ব্যবসায়ীরা।

যদিও স্বর্ণ ব্যবসায়ীরা এই শুল্ককে ৪ শতাংশ কমানোর জন্য আবেদনও করেছে। ২০১৮-১৯ অর্থবর্ষে স্বর্ণ আমদানির পরিমাণ কমে ৩ শতাংশে নামে। যার ফলে ৩২.৮ বিলিয়ন ডলার ক্ষতিও হয়। তবে শিল্প বিশেষজ্ঞেরা মনে করছে যে এই আর্থিক ক্ষতি সামাল দিতে এবং উচ্চ শুল্কের কারণে ব্যবসায়ীরা তাদের উৎপাদিত পণ্য প্রতিবেশী দেশগুলোতে রপ্তানিও করছে।

তবে বর্তমানে দেশে জুড়ে যেভাবে মূল্যবৃদ্ধি এবং অর্থনৈতিক মন্দা চলছে তার প্রভাব অটো মোবাইল থেকে শুরু সমস্ত শিল্পের উপরেই পড়েছে। এবার মাথায় হাত স্বর্ণ ব্যবসায়ীদেরও।

অসমে সিএএ-র প্রতিবাদে একাধিক হিংসাত্মক ঘটনায় রয়েছে মাও যোগ, দাবি বিজেপিরঅসমে সিএএ-র প্রতিবাদে একাধিক হিংসাত্মক ঘটনায় রয়েছে মাও যোগ, দাবি বিজেপির

English summary
Increased tariffs on gold imports, traders in the face of financial loss
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X