For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আন্তর্জাতিক যোগা দিবসে বিশ্বকে ভারতের উপহার এম যোগা অ্যাপ, সব তথ্য জানুন এক নজরে

আন্তর্জাতিক যোগা দিবসে বিশ্বকে ভারতের উপহার এম যোগা অ্যাপ

Google Oneindia Bengali News

সোমবার ২১ জুন গোটা বিশ্বজুড়ে পালন হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবস। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যোগার প্রশিক্ষণ ভিডিও এম যোগা অ্যাপ উদ্বোধন করার সময় বলেন, '‌যোগা থেকে সহযোগিতা।’‌ এই অ্যাপ বিশ্বজুড়ে এবং বিভিন্ন ভাষায় এটা উপলব্ধ। তিনি এও জানান যে এই অ।আপ বিশ্বজুড়ে যোগব্যায়াকে প্রসারিত করতে দারুণ ভূমিকা নেবে।

এম যোগা অ্যাপ নিয়ে মোদীর বিবৃতি

এম যোগা অ্যাপ নিয়ে মোদীর বিবৃতি

প্রধানমন্ত্রী বলেন, '‌বিশ্ব স্বাস্থ্য সংস্থা (‌হু)‌-এর সঙ্গে সমন্বয় করে ভারত আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করল। এম যোগা অ্যাপ লঞ্চ করা হল, যেখানে গোটা বিশ্বের মানুষ বিভিন্ন ভাষায় যোগা প্রশিক্ষণের ভিডিও পাবেন।'‌ তিনি আরও বলেন, '‌আধুনিক প্রযুক্তি ও প্রাচীন বিজ্ঞানের মেলবন্ধনের দারুণ উদাহরণ এই এন যোগা অ্যাপ। এক বিশ্ব এক স্বাস্থ্য আমাদের লক্ষ্য। আমার বিশ্বাস এই অ্যাপটি গত বছর এবং এই বছরেও দুর্দান্ত ভূমিকা পালন করবে, তবে কোভিড-১৯ মহামারির কারণে প্রধান ইভেন্টটি টেলিভিশন প্রোগ্রামে উপস্থাপন করা হয়েছে।'‌

 এই অ্যাপটি কি সংক্রান্ত

এই অ্যাপটি কি সংক্রান্ত

এম যোগা অ্যাপে ব্যবহারকারীরা যোগা প্রশিক্ষণের ভিডিও ও অডিও পাবেন, যেখান থেকে তাঁরা নিয়মিত অভ্যাস করতে পারবেন নিজেদের বাড়িতে বসেই বা অন্য যে কোনও জায়গায়। ১২ থেকে ৬৫ বছর বয়স পর্যন্ত ব্যক্তিরা এই নিয়মিত যোগার অ্যাপটি ব্যবহার করতে পারবেন।

কীভাবে এই অ্যাপের বিকাশ ঘটেছে

কীভাবে এই অ্যাপের বিকাশ ঘটেছে

হু-এর ওয়েবসাইট অনুযায়ী বৈজ্ঞানিক সাহিত্য এবং বিস্তৃত আন্তর্জাতিক বিশেষজ্ঞ পরামর্শ প্রক্রিয়া পর্যালোচনা করে এই অ্যাপ তৈরি করা হয়েছে।

 এটা কী হু–এর সঙ্গে সমন্বয় করে তৈরি?‌

এটা কী হু–এর সঙ্গে সমন্বয় করে তৈরি?‌

এই অ্যাপটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (‌হু)‌ ও ভারত সরকারের আয়ুর্বেদ, যোগা, নেচারোপ্যাথি, উনানি, সিদ্ধা ও হোমিওপ্যাথি মন্ত্রকের যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে।

তথ্য গোপনীয়তা কি রয়েছে?‌

তথ্য গোপনীয়তা কি রয়েছে?‌

ব্যবহারকারীর থেকে কোনও তথ্য সংগ্রহ করবে না এই অ্যাপ এবং এটি ১২-৬৫ বছরের ব্যক্তিদের নিয়মিতভাবে যোগা করার পরামর্শ দেবে।

কোন ভাষায় এই অ্যাপ উপলব্ধ

কোন ভাষায় এই অ্যাপ উপলব্ধ

এম যোগা অ্যাপ ইংলিশ, হিন্দি এবং ফরাসি ভাষায় উপলব্ধ। তবে আগামী মাসগুলি থেকে অন্যান্য দেশের ভাষাতেই উপলব্ধ হবে

Recommended Video

বরফে ঢাকা লাদাখে যোগ দিবস পালন আইটিবিপি জওয়ানদের, ভাইরাল ভিডিও | oneindia Bengali

English summary
target one world one health, mYoga app launched by Modi government on Yoga day 2021
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X