ভারতে ওমিক্রনে আক্রান্ত প্রায় ২০০, শীর্ষ তালিকায় মহারাষ্ট্র, দিল্লি! বাড়ছে উদ্বেগ
করোনার নয়া প্রজাতির হানায় তোলাপাড় হয়ে উঠেছে বিশ্ব। বাদ পড়েনি ভারতও। মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, দেশে এখনও পর্যন্ত প্রায় ২০০ জন সংক্রমিত হয়েছেন। এর মধ্যে ৭৭ জন রোগী সুস্থ হয়েছেন।


মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে থেকে জানা গিয়েছে, ভারতে করোনভাইরাস সংক্রমণের ৫,৩২৬ টি নতুন আক্রান্তের সংখ্যা দেখা দিয়েছে। যা ৫৮১ দিনের মধ্যে সর্বনিম্ন। করোনা কেসের মোট সংখ্যা ৩,৪৭,৫২,১৬৪। যেখানে সক্রিয় কেসের সংখ্যা দাঁড়িয়েছে ৭৯,০৯৭, সর্বনিম্ন ৫৭৪।
সকাল ৮টার রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছ, নতুন করে ভাইরাসে ৪৫৩ মৃত্যুর ঘটনা দেখা গেছে। মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪,৭৮,০০৭। গত ৫৪ দিনে নতুন করোনভাইরাস সংক্রমণের দৈনিক বৃদ্ধি এখন ১৫,০০০-এর নিচে দাঁড়িয়েছে।
মোট সংক্রমণের ০.২৩% অ্যাক্টিভ কেস। যা ৭৯,০৯৭-এ নেমে এসেছে। যা ২০২০ সালের মার্চের পর থেকে সর্বনিম্ন। করোনা পুনরুদ্ধারের হার আরও ৯৮%-এ উন্নীত হয়েছে, ২০২০ সালের মার্চ থেকে সর্বোচ্চ, মন্ত্রক বলেছে। ২৪ ঘন্টার মধ্যে অ্যাক্টিভ কেস ৩,১৭০ টি দেখা গেছে।
ভারতের কোভিড-১৯ সংখ্যা ২০২০ সালের ৭ আগস্ট ছিল ২০ লাখ। তা ২৩ আগস্ট বেড়ে হল ৩০ লাখ। ৫ সেপ্টেম্বর সংখ্যাটা ছিল ৪০ লাখ। চলতি বছরে ১৬ সেপ্টেম্বর তা ছাড়িয়ে গিয়ে দাঁড়াল ৫০ লাখ। ২৮ সেপ্টেম্বর ৬০ লাখ। তা বেড়ে গেল ১১ অক্টোবর, সংখ্যাটা হল ৭০ লাখ। ২৯ অক্টোবর ৮০ লক্ষ, ২০ নভেম্বর ৯০ লক্ষ অতিক্রম করেছে এবং ১৯ ডিসেম্বর এক কোটি চিহ্ন অতিক্রম করেছে। ভারত চলতি বছরে ৪ মে ২ কোটি। ২৩ জুন ভয়াবহ আক্রান্তের আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ কোটি।
প্রসঙ্গত, উত্তরপ্রদেশের মতো বড় রাজ্যে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন মাত্র ২৭ জন। সেখানে গত একদিনে কারোর মৃত্যু হয়নি বলে জানা গিয়েছে। তবে ফের ভাবাচ্ছে রাজধানী। বিগত কয়েকদিন আক্রান্তের সংখ্যা নিয়ন্ত্রণে এলেও একটু-একটু করে তা বাড়তে শুরু করে দিয়েছে। একদিনে ৯১ জনের শরীরে করোনার হদিশ মিলেছে।
{document1}