For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ওষুধ কিনতে সারা বিশ্বের তুলনায় ৭০ শতাংশ কম খরচ করে ভারতীয়রা, বলছে সমীক্ষা

ওষুধ কিনতে সারা বিশ্বের তুলনায় ৭০ শতাংশ কম খরচ করে ভারতীয়রা

  • |
Google Oneindia Bengali News

একটি গবেষণায় উঠে এসেছে, ওষুধ কিনতে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভারতীয়দের ৭০ শতাংশ কম মূল্য দিতে হয়। লন্ডন এবং বার্লিন ভিত্তিক ডিজিটাল স্বাস্থ্য পরিষেবা সরবরাহকারী সংস্থা মেডবেলের মতে, ওষুধের ক্ষেত্রে ভারত বিশ্বের পাঁচটি সবচেয়ে সস্তা দেশগুলির মধ্যে একটি। যেগুলির দাম বিশ্ববাজারের ওষুধের থেকে প্রায় ৭৩.৮২ শতাংশ কম।

তালিকায় শীর্ষে রয়েছে থাইল্যান্ড

তালিকায় শীর্ষে রয়েছে থাইল্যান্ড

এই তালিকায় শীর্ষে রয়েছে থাইল্যান্ড। ব্র্যান্ড ও জেনেরিক উভয় ওষুধের জন্য বিশ্ববাজারের তুলনায় এখানে ওষুধের তুলনায় প্রায় ৯৩ শতাংশ কম। এর পরেই রয়েছে কেনিয়া, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া। ৫০টি দেশের মধ্যে প্রাথমিক ভাবে গবেষণাটি চালানো হয়। সমীক্ষা শেষে সাড়া বিশ্বে সর্বাধিক ব্যবহৃত সমজাতীয় ওষুধের দামের মধ্যে তুল্যমূল্য বিচার করা হয়। সেখানেই বিশাল পার্থক্য চোখে পড়ে গবেষকদের। যৌন ক্ষমতা বর্ধক ভায়াগ্রা, কোলেস্টেরল নিয়ন্ত্রণকারী লিপিটার, সাধারণ অ্যান্টিবায়োটিক জিথ্রোম্যাক্স ও ইনসুলিন জাতীয় একাধিক ওষুধের বিশ্বব্যাপী দামের পার্থক্য খতিয়ে দেখেন তারা।

অ্যান্টিবায়োটিকের দাম বিশ্ববাজারের তুলনায় ৮৯ শতাংশ কম

অ্যান্টিবায়োটিকের দাম বিশ্ববাজারের তুলনায় ৮৯ শতাংশ কম

উদাহরণস্বরূপ দেখা যায় ভারতে বিক্রিত ভায়াগ্রার দাম বিশ্ববাজারের তুলনায় ৪১ শতাংশ কম। অন্যদিকে লিপিটারের দামও প্রায় ৮৫ শতাংশ কম। অ্যান্টিবায়োটিক অ্যাজিথ্রোমাইসিন এবং এর সমগোত্রীয় সংস্করণ জিথ্রোম্যাক্স ভারতে প্রায় ৮৯ শতাংশ সস্তায় পাওয়া। পাশাপাশি ল্যান্টাস ব্র্যান্ডের ইনসুলিন গ্লারগিন পাওয়া যায় ৪৪ শতাংশ কম দামে। অন্যদিকে আমেরিকানরা ওষুধে কেনার জন্য সবথেকে বেশি অর্থ প্রদান করে থাকেন।

সবথেকে বেশি খরচ করেন আমেরিকানরা

সবথেকে বেশি খরচ করেন আমেরিকানরা

বিশ্বের অন্যান্য দেশের তুলনায় তারা প্রায় ৩০০ শতাংশ বেশি খরচ করেন ওষুধের পিছনে। মার্কিন যুক্তরাষ্ট্রে ভায়াগ্রা কিনতে ব্যয় হয় গড়ে ৫৪৬১ টাকা সেখানে ভারতীয়দের গড়ে দিতে হয় ৪৩১টাকা। যেখানে আবার আয়ারল্যান্ডে ভায়াগ্রার সর্বনিম্ন দাম ৩৯টাকার কাছাকাছি। আমেরিকায় জিথ্রোম্যাক্সের সর্বনিম্ন দাম ১১৪৯ টাকা, সেখানে ভারতে এর দাম মাত্র ২০টাকা।

English summary
The price of antibiotics in India is 89 percent lower than the global market
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X