For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"কথা বলার সময়ে ইংরাজির ব্যবহার কমিয়ে মাতৃভাষায় কথা বলুন"

কথা বলার সময় ইংরাজির ব্যবহার কম করে, মাতৃভাষার ব্যবহার বাড়ানোর আহ্বান জানালেন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু।

  • |
Google Oneindia Bengali News

কথা বলার সময় ইংরাজির ব্যবহার কম করে, মাতৃভাষার ব্যবহার বাড়ানোর আহ্বান জানালেন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু। কিংবদন্তি কন্নড় সঙ্গীতশিল্পী এমএস শুভলক্ষ্মীর জন্মদিনে এক অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন তিনি।

"কথা বলার সময়ে ইংরাজির ব্যবহার কমিয়ে মাতৃভাষায় কথা বলুন"

উপরাষ্ট্রপতির আর্জি , একজন তামিল যখন আরেকজন তামিলের সঙ্গে কথা বলবেন ,তাঁরা অবশ্যই তাঁদের মার্তৃভাষায় কথা বলুন। একই ঘটনা ঘটুক তেলুগু মানুষদের সঙ্গেও। সঙ্গীতশিল্পী শুভলক্ষ্মী সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন,' শুভলক্ষ্মীজিকে এমএস আম্মা (মা) বলা হত। আমাদের ইংরাদির প্রতি দুর্বলতা রয়েছে। তাই এখন মাকে আরা 'মা' ডাকা হয়না "মাম্মি' ডাকা হয়।'

এদিনের অনুষ্ঠানে নাইডু বলেন, মাতৃভাষাকে কোনো মতেই ভুললে চলবে না। যেভাবে কেউ তাঁর মাকে ভোলেন না , মাতৃভূমিকে ভোলেন না , দেশ, জন্মস্থান ভোলেন না, সেভাবেই মাতৃভাষাকে ভুললে তলবে না। উপরাষ্ট্রপতি বলেন,' যে নিজের মা, মাতৃভূমি, জন্মস্থান, মাতৃভাষাকে ভুলে যান ,তাঁকে মানুষ বলা যায় না।'

English summary
Favouring promotion of Indian culture and heritage and not looking towards the West, Vice President M. Venkaiah Naidu on Tuesday urged people speaking the same language to communicate in their mother tongue instead of in English.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X