For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোভিড আতঙ্কে ইমিউনিটি বাড়ানোর চক্করে ১৮৫ কোটি ভিটামিন সি পিল কিনেছে ভারতীয়রা

কোভিড আতঙ্কে ইমিউনিটি বাড়ানোর চক্করে ১৮৫ কোটি ভিটামিন সি পিল কিনেছে ভারতীয়রা

Google Oneindia Bengali News

গত বছর দেশের নাগরিকদের নাজেহাল করেছিল করোনা ভাইরাস। সেই সময় দেশ–বিদেশের চিকিৎসক–বিজ্ঞনীরা জানিয়েছিলেন যে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে। তাই শরীরে রোগ প্রতিরোধ বা ইমিউনিটি বাড়ানোর জন্য ভিটামিন সি পরিপূরক ১৮৫ কোটির বেশি পিল কিনেছেন ভারতীয়রা। যা ২০১৯ সালের সঙ্গে তুলনা করলে ১০০ শতাংশ বেশি।

ভিটামিন সি পরিপূরক

ভিটামিন সি পরিপূরক

এক রিসার্চ ফার্মের সমীক্ষা অনুযায়ী, সারা দেশের ওষুধের দোকান ভারতীয়দের ১৭১ কোটি ভিটামিন সি ও ১৩ কোটি ভিটামিন সি সহ অন্য মাল্টিভিটামিন পিল বিক্রি করেছেন ২০২০ সালে। গোটা ভারতের ৮.‌৫ লক্ষ কেমিস্ট অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্ট ও ড্রাগিস্টের আওতায় রয়েছে। ২০২০ সালে ভিটামিন ভিটামিন সি পরিপূরকের বিক্রি বেড়েছে ১১০ শতাংশ। ২০১৯ সালে এই বিক্রির বৃদ্ধি ছিল মাত্র ৪.‌৭ শতাংশ। অ্যাবট হেলথ কেয়ার লিমসি এবং কোয়ে ফার্মা সেলিন শীর্ষ বিক্রয়কারী ব্র্যান্ড ছিল। তবে শুধু ভিটামিন নয়, শীর্ষ বিক্রি তালিকায় ছিল জিঙ্ক পরিপূরক জিঙ্কোভিট, যা ২০২০ সালে ৫৪ কোটি পিল বিক্রি হয়েছে, এর অর্থ ৯৩ শতাংশ বিক্রি হয়েছে গত বছর। যা ২০১৯ সালে ছিল ২৮ কোটি।

মাল্টিভিটামিন ও খনিজ বিভাগের পিলের বিক্রি

মাল্টিভিটামিন ও খনিজ বিভাগের পিলের বিক্রি

মাল্টিভিটামিন ও খনিজ বিভাগের পিলগুলির মধ্যে ২০২০ সালে ২০ শতাংশ বিক্রি বৃদ্ধি পেয়েছে, ৩০০ কোটি পিল বিক্রি হয়েছে গত বছর। এই বছরই দেশে করোনা ভাইরাস মহামারির সূচনা হয়। ২০১৯ সালে এই বিভাগের ওষুধ বিক্রি হয়েছে ২৪৮ কোটি। গত বছর উপভোক্তারা ভিটামিন সি, জিঙ্ক এবং মাল্টিভিটামিনের ট্যাবলেট বিক্রি হয়েছে ৫০০ কোটির ওপর।

 জিঙ্কোভিটের বিক্রি বেড়েছে

জিঙ্কোভিটের বিক্রি বেড়েছে

গত বছরের অক্টোবরে এএলওসিডির তথ্য অনুযায়ী, জিঙ্ক পরিপূরক জিঙ্কোভিট প্রথমবার দেশীয় ফার্মা খুচরো বাজারে বিক্রিতে শীর্ষস্থানে ছিল। এটি সর্বোচ্চ বিক্রিত ব্র্যান্ড হয়ে ওঠে। ডায়াবেটিসের জন্য শীর্ষে বিক্রির বিভাগের ওষুধের বিক্রয়কে ছাপিয়ে প্রথম মাল্টিভিটামিন ব্র্যান্ড হয়ে ওঠে। বিকোসুল, ভিটামিন ডি থ্রি, মাল্টিভিটামিন আরও এক মাল্টিভিটামিন ব্র‌্যান্ড মার্কিন যুক্তরাষ্ট্রের ফাইজার, বিকোসুলজ জেডকে ছাপিয়ে ৫০ শতাংশ বিক্রি বাড়ে ২০২০ সালে। ২০১৯ সালে ২৭ কোটি বিক্রি হয়, যা গত বছর ৪০ কোটি পিলের বিক্রির খবর আসে। বিকোসুল প্লাসের বিক্রি ২০১৯ সালের তুলনায় গত বছর ৩০ শতাংশ বিক্রি বাড়ে।

ভিটামিন ডি থ্রি ট্যাবটেল

ভিটামিন ডি থ্রি ট্যাবটেল

ভিটামিন ডি থ্রি ট্যাবলেটের বিক্রিও বেড়েছে। শীর্ষ ব্র্যান্ডগুলি হল আল্কেম ল্যাবরেটরি, আপ্রাইস এবং ক্যাডিলার ক্যালসিরল।

 দেব কি যোগ দিতে পারেন বিজেপিতে! বাম নেতা মহম্মদ সেলিমের মন্তব্যের পর জল্পনার ঝড় দেব কি যোগ দিতে পারেন বিজেপিতে! বাম নেতা মহম্মদ সেলিমের মন্তব্যের পর জল্পনার ঝড়

English summary
indians buy 185 crore vitamin c pills to boost immunity
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X