For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীতে অনুপ্রাণিত হয়ে বিজেপি-তে কুস্তিগীর যোগেশ্বর ও হকি তারকা সন্দীপ

নরেন্দ্র মোদীর ক্যারিশমায় অনুপ্রাণিত হয়ে বিজেপিতে যোগ দিলেন অলিম্পিকে পদক জয়ী ভারতীয় কুস্তিগীর, পদ্মশ্রী যোগেশ্বর দত্ত।

  • |
Google Oneindia Bengali News

নরেন্দ্র মোদীর ক্যারিশমায় অনুপ্রাণিত হয়ে বিজেপিতে যোগ দিলেন অলিম্পিকে পদক জয়ী ভারতীয় কুস্তিগীর, পদ্মশ্রী যোগেশ্বর দত্ত। বিজেপি-তে যোগ দিয়েছেন ভারতীয় হকি দলের প্রাক্তন অধিনায়ক, অর্জুন পুরস্কার জয়ী সন্দীপ সিংও। বৃহস্পতিবার দিল্লিতে বিজেপির সদর দফতরে দেশের শাসক দলের পতাকা হাতে তুলে নেন।

মোদীতে অনুপ্রাণিত হয়ে বিজেপি-তে কুস্তিগীর যোগেশ্বর ও হকি তারকা সন্দীপ

২০১২ সালের লন্ডন অলিম্পিকে কুস্তিতে ভারতকে ব্রোঞ্জ দেন যোগেশ্বর দত্ত। ২০১০ ও ২০১৪ কমনওয়েলথ গেমসে সোনা জেতেন যোগেশ্বর। ২০১৪-র এশিয়ান গেমসেও ভারতকে সোনা এনে দেন হরিয়ানার এই কুস্তিগীর। ২০১৩ সালে ভারত সরকারের তরফে পদ্মশ্রী সম্মান পান যোগেশ্বর দত্ত। এহেন ক্রীড়া ব্যক্তিত্ব দলে থাকলে আরও বেশি মানুষ তাদের প্রতি আকৃষ্ট হবে বলে মনে করে বিজেপি।

অন্যদিকে রাজনীতিতে প্রবেশ করে যোগেশ্বর দত্ত বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাজে তিনি উদ্বুদ্ধ। বিজেপির সঙ্গে থেকে তিনি দেশের মানুষেক জন্য কাজ করতে চান বলেও জানিয়েছেন অলিম্পিকে পদক জয়ী কুস্তিগীর। বিজেপি পরিবারের সঙ্গে যুক্ত হয়ে তিনি খুশি বলেও জানিয়েছেন যোগেশ্বর।

একই দিনে বিজেপিতে যোগ দিয়েছেন ভারতীয় হকি দলের প্রাক্তন অধিনায়ক, অর্জুন পুরস্কার জয়ী সন্দীপ সিং। তাঁর অধিনায়কত্বেই ২০১০ কমনওয়েলথ গেমসে ভারত রূপো জেতার পাশাপাশি ২০০৯ সুলতান আজলান শাহ কাপে সোনা জেতে ভারতীয় দল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখে তিনিও বিজেপিতে এসেছেন বলে জানান 'ফ্লিকার সিং'। তাঁর সঙ্গে বিজেপিতে নাম লেখালেন শিরোমণি অকালি দলের বিধায়ক বালকৌর সিং।

[ নারদা কাণ্ডে 'সকলের বিরুদ্ধে 'ব্যবস্থা নেওয়ার দাবিতে সোচ্চার ম্যাথু স্যামুয়েলস ][ নারদা কাণ্ডে 'সকলের বিরুদ্ধে 'ব্যবস্থা নেওয়ার দাবিতে সোচ্চার ম্যাথু স্যামুয়েলস ]

[ রাজ্যের পরবর্তী মুখ্যসচিব পদে আসীন হচ্ছেন রাজীব সিনহা][ রাজ্যের পরবর্তী মুখ্যসচিব পদে আসীন হচ্ছেন রাজীব সিনহা]

English summary
Indian wrestler Yogeshwar Dutt, hockey player Sandeep Singh join BJP
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X