For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মন্দার মধ্যে সুখবর চাকুরীজীবীদের, আগামী বছরে ভারতে দ্বিগুণ হারে বাড়তে পারে বেতন

Array

Google Oneindia Bengali News

সারা বিশ্ব জুড়ে অর্থনীতিতে ধাক্কা মেরেছে। ফলে যারা চাকরি করছেন তাঁদের বেতন বৃদ্ধি পাচ্ছে না। ২০২২ সালের মতো এই অবস্থা সারা বিশ্বে জারি থাকবে ২০২৩ সালেও। এর মধ্যেই ভারতের যারা চাকুরীজীবী তাঁদের ভালো খবর এই যে তাঁদের মাইনে আগামী ২০২৩ সালে ব্যাপক হারে বৃদ্ধি পেতে পারে। সারা বিশ্বের নিরিখে ভারতের চাকুরি যারা করেন তাঁদের বেতন দ্বিগুণ হারে বাড়তে পারে বলে দাবি করছে একটি সমীক্ষা।

সমীক্ষা

সমীক্ষা

এই সমীক্ষা করে ইসএ। তাঁরা ৬৮ টি দেশের ৩৬০ টি মাল্টিন্যাশনাল কোম্পানির উপর সমীক্ষা করে এই কথা বলছেন। এতে দেখা গিয়েছে মাত্র ৩৭ শতাংশের বেতন বৃদ্ধি পেতে পারে। সব থেকে খারাপ অবস্থা ইউরোপের। এখানে গড়ে বেতন বৃদ্ধি হতে পারে মাত্রে দেড় শতাংশ।

অবস্থা শোচনীয়

অবস্থা শোচনীয়


মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থা খারাপ। সেখানে মূল্যবৃদ্ধি হবে সাড়ে চার শতাংশ। ফলে বেতন বাড়তে পারে এক শতাংশ। ব্রিটেনের অবস্থা ততোধিক খারাপ। সেখানে নাগাড়ে চলছে রাজনৈতিক এবং অর্থনৈতিক দোলাচল। সেখানে মূল্যবৃদ্ধি হয়েছে ৯.১ শতাংশ। আগামী বছর তা আরও চার শতাংশ বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। বেতন বৃদ্ধি এখানে কার্যত হবে না।

বাড়বে

বাড়বে


এদিক থেকে এশিয়ার দেশগুলির অবস্থা ভালো। সব থেকে ভালো খবর রয়েছে ভারতের জন্য। সেখানে ৪.৬ শতাংশ বেতন বাড়বে। ভিয়েতনামে বেতন বাড়বে ৪ শতাংশ, চিনে তা বাড়তে পারবে ৩.৮ শতাংশ। ব্রাজিলে ৩.৪ শতাংশ, আরবে ২.৩ শতাংশ। মালয়েশিয়া ২.২, কম্বোডিয়া এবং থাইল্যান্ডও ২.২ শতাংশ। ওমান ২.০ রাশিয়া ১.৯ শতাংশ বেতন বৃদ্ধি পেতে পারে।

মাইনে কমবে

মাইনে কমবে

মাইনে কাটা যাবে পাকিস্তান , ঘানা, তুর্কি, শ্রীলঙ্কা ও আর্জেন্টিনার। এই দেশগুলিতে বেতন কম্বে যথাক্রমে ৯.৯ শতাংশ, ১১.৯ শতাংশ, ১৪.৪ শতাংশ, ২০.৫ শতাংশ, ২৬.১ শতাংশ।

এদিকে ভারতে সদ্য কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য ৪ শতাংশ করে ডিএ বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। তবে কেন্দ্রীয় সরকারি বিভিন্ন কর্মী ইউনিয়নগুলি ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধির দাবি জানিয়ে আসছে। এব্যাপারে কোনও সিদ্ধান্ত না নিলেও কেন্দ্রীয় সরকার শীঘ্রই এব্যাপারে সিদ্ধান্তের কথা ঘোষণা করতে পারে। কেন্দ্রীয় সরকারি কর্মী সংগঠনগুলির তরফে ফিটমেন্ট ফ্যাক্টর ২.৫৭ গুণ থেকে বাড়িয়ে ৩.৬৮ গুণ করার দাবি করে আসছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী আগামী বছরের কেন্দ্রীয় বাজেটের পরে কেন্দ্রীয় সরকার ফিটমেন্ট ফ্যাক্টর বাড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে। কেন্দ্রীয় সরকার যদি ফিটমেন্ট ফ্যাক্টর ৩ গুণ বৃদ্ধি করে, তাহলে কর্মচারীদের বেতন হতে পারে ১৮,০০০ x ২.৫৭= ৪৬২৬০ টাকা। আর কর্মচারীদের দাবি মানা হলে বেতন হতে পারে ২৬০০০ x ৩.৬৮ = ৯৫,৬৮০। সরকার যদি তিনবার ফিটমেন্ট ফ্যাক্টর গ্রহণ করে তাহলে বেতন হবে ২১০০০ x ৩ = ৬৩, ০০০।

English summary
a survey said that indian will have salary hike at high percentage
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X