For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বরফ গলছে সীমান্তে, গালওয়ানের পিপি১৪-তে আবার টহল দেওয়ার প্রস্তুতি ভারতীয় সেনার

বরফ গলছে সীমান্তে, গালওয়ানের পিপি১৪-তে আবার টহল দেওয়ার প্রস্তুতি ভারতীয় সেনার

  • |
Google Oneindia Bengali News

১৫ই জুন গালওয়ানে রক্তক্ষয়ী সেনা সংঘর্ষের পর গত ২২ এবং ৩০ জুন দুই সেনার কোর কমান্ডার স্তরের বৈঠকের ফলশ্রুতিতেই দুই দেশের সেনার 'ডিসএনগেজমেন্ট’ প্রক্রিয়া শুরু হয় বলে জানা যায়। রবিবার বিকেল থেকেই লালফৌজের তরফে পিছু হঠার কথা জানা যায়। পূর্ব লাদাখের গালওয়ানের সংঘর্ষস্থল বা পেট্রোলিং পয়েন্ট ১৪(পিপি১৪) থেকে পিছিয়ে যেতে শুরু করে চিনা সেনা। বর্তমানে সেখানেই ভারতীয় সেনা আবার টহলদারির কাজ শুরু করতে চলেছে বলে জানা যাচ্ছে।

বরফ গলছে সীমান্তে, গালওয়ানের পিপি১৪-তে আবার টহল দেওয়ার প্রস্তুতি ভারতীয় সেনার

এদিকে গত গত ১৫ জুন পিপি-১৪-তে দু’দেশের সেনাদের প্রাণঘাতী সংঘর্ষ হয়। ২২ ও ৩০ জুনের সেনা কমান্ডার পর্যায়ের বৈঠক, প্রধানমন্ত্রীর লাদাখ সফরের পর খানিকটা হলেও অবস্থার পরিবর্তন হয়। চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই-কে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের ফোনালাপের পর দ্রুত গলতে থাকে বরফ। পিপি১৪ থেকে সরে লালফৌজ। এমতাবস্থায় পিপি-১৪-এ ভারতীয় সেনা আবারও টহলের কাজ দিতে শুরু করতে চলেছে বলে জানা যাচ্ছে।

প্রকৃত নিয়ন্ত্রণ রেখার ওই এলাকায় পুরোপুরি ভাবে স্থিতাবস্থা ফিরে এলে আবার ভারতীয় সেনা তাদের পেট্রোলিং শুরু করে বলে সেনা সূত্রেই খবর। এদিকে সেনা প্রত্যাহার ও পরবর্তী সময়ে কোনওরূপ সংঘর্ষ এড়াতে বা কোনোপ্রকার উত্তেজনা প্রশমিত করতে ইতিমধ্যেই তৈরি হয়েছে 'বাফার জোন’। সূত্রের খবর, গোগরা হট স্প্রিংয়ে ৩ কিলোমিটার এলাকা জুড়ে এই প্রক্রিয়া আগেই শুরু হয়েছে। অন্যান্য এলাকাতেও ভারত ও চিন উভয়েই সীমান্তেই তিন কিলোমিটার এলাকা জুড়ে একইকাজ করা হচ্ছে বলে সেনা সূত্রে খবর।

বাংলায় করোনা ভাইরাসে রেকর্ড মৃত্যু বৃদ্ধি ২৪ ঘণ্টায়, উদ্বেগ বাড়াল সংক্রমণওবাংলায় করোনা ভাইরাসে রেকর্ড মৃত্যু বৃদ্ধি ২৪ ঘণ্টায়, উদ্বেগ বাড়াল সংক্রমণও

English summary
The Indian Army is preparing to patrol Galwan again after the ending of conflict with china
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X