For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কারতারপুরের গুরুদ্বারে সোনার পালকি বসাবে ভারতীয় শিখরা

কারতারপুরের গুরুদ্বারে সোনার পালকি বসাবে ভারতীয় শিখরা

Google Oneindia Bengali News

কারতারপুর করিডর উদ্বোধনের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে কারতারপুরে। সেজে উঠেছে পুরো এলাকা। ভারতীয় শিখ পুণ্যার্থীরা অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন সেই ঐতিহাসিক দিনটির জন্য। সূত্র খবর কারতারপুর সাহিব গুরুদ্বারে সোনার পালকি প্রতিস্থাপন করতে চলেছে ভারতীয় শিখরা।

কারতারপুরের গুরুদ্বারে সোনার পালকি বসাবে ভারতীয় শিখরা

গুরু নানকের ৫৫০ তম জন্মবার্ষিকীতে প্রায় ১১০০ শিখ পুণ্যার্থী কারতারপরে দেরা বাবা সাহিবে যাবেন। সেই দিনই সোনার পালকিটি সেখানে প্রতিস্থাপন করা হবে। পাঞ্জাবের রাজ্যপাল চৌধুরি সরওয়ার সেই পালকিটি সেখানে প্রতিস্থাপন করবেন। নির্দিষ্ট সময়ের মধ্যেই কারতারপুর করিডরের কাজ শেষ হয়ে গিয়েছে। দুই দেশের মধ্যেই এক নতুন উন্মাদনা তৈরি হয়েছে এই কারতারপুর করিডর ঘিরে।

৯ নভেম্বর দুই দেশের প্রধানমন্ত্রীই উদ্বোধন করবেন করিডরটি। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংও যাবেন সেখানে। অন্যদিকে পাকিস্তানের দিকে উদ্বোধন করবেন ইমরান খান। তবে ভারতীয় শিখ পুণ্যার্থীদের সেখানে যাওয়ার জন্য এনওসি নিতে হবে। তার জন্য ১৪০০ টাকা করে দিতে হবে তাঁদের। এই নিয়ে ভারতের পক্ষ থেকে ক্ষোভ প্রকাশ করা হয়েছে। যদি আমেরিকা, কানাডা এবং ইউরোপ থেকে ভারতীয় শিখরা সেখানে যান তাহলে তাঁদের থেকে লাহোর থেকে ভিসা নিতে হবে।

English summary
Indian Shikh Pilgrims Kartarpur installed a golden palanquin in Kartarpur Sahib gurdwara
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X