উর্ধ্বমুখী সেনসেক্স, মরা বাজারে নতুন করে আশা দেখছেন ব্যবসায়ীরা
দেওয়ার শুভ মুহূর্তের লেনেদেনে কাজ হয়েছে তাহলে। মঙ্গলবার শেয়ার বাজার বড় লাভের মুখ দেখল। নিফটি এবং শেয়ারবাজার দু জায়গাতেই ছিল উর্ধ্বমুখী গতি। ১.৪৮ শতাংশ বেড়েছে সেনসেক্ত। অন্যদিকে নিফটি বেড়েছে ১৫৯.৭০ শতাংশ।

চাঙ্গা শেয়ারবাজার
দীর্ঘদিন পর আশার আলো দেখলেন শেয়ার বাজারের কারবারিরা। দেওয়ালির পরে এই প্রথম উর্ধ্বমুখী শেয়ারবাজার। সারাদিন ধরেই প্রায় শেয়ারবাজারের অবস্থা উর্ধ্বমুখী ছিল। দিনের শুরু থেকে বাজার বন্ধ হওয়া পর্যন্ত সন্তোষজনক অবস্থানে ছিল সেনসেক্স।

সবচেয়ে লাভ কুড়িয়েছে টাটা মোটরস
দিনের শুরু থেকে যেসব কোম্পানিগুলির শেয়ার উর্ধ্বমুখী ছিল তার মধ্যে অন্যতম টাটা মোটরস। দিওয়ালির আগের শুক্রবার বাজার বন্ধ হওয়ার সময় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল এই টাটা মোটরস। মঙ্গলবার বাজার খুলতেই টাটা মোটর্সের শেয়ার চড়তে শুরু করে। প্রায় ১৬ শতাংশ চড়েছে টাটা মোটর্সের শেয়ার। অন্যান্য কোম্পানিগুলির মধ্যে আরআইএল, টিসিএস, অ্যাক্সিস ব্যাঙ্ক, আইসিআইসিআই, মারুতি সুজুকি, লার্সেন অ্যান্ড টুর্বো, আইটিসি, ইন্ডাস্ট্রিয়াল ব্যাঙ্কের শেয়ার বেড়েছে।

কর্পোরেট রেট কমানোতেই হাল ফিরছে
শেয়ারবাজারের এই উর্ধ্বগতি কর্পোরেট রেট কমানোর জের বলে মনে করছেন অর্থনীতিবিদরা। গত কয়েকমাসে দেশের আর্থিক অবস্থা ফেরাতে একের পর এক পদক্ষেপ করেছে মোদী সরকার। কর্পোরেট রেট কমানো হয়েছে বেশ কয়েকবার। জিএসটিতেও রদবদল আনা হয়েছে। আশা করা হচ্ছিল বছরের শেষের দিকে কিছুটা হলেও চাঙ্গা হবে শেয়ার বাজার। আজকের বাজার দেখলে সেই দিকেই ইঙ্গিত করছে।