For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাকিস্তান সীমান্তে 'রাবার বোট'! চরম সতর্কতা জারি নিরাপত্তা বাহিনীর

পাকিস্তান সীমান্তে 'রাবার বোট'! চরম সতর্কতায় নিরাপত্তাবাহিনী

  • |
Google Oneindia Bengali News

জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক রীতিমতো তলানিতে গিয়ে ঠেকেছে। দুই দেশের মধ্যে তিক্ততা আরও বেড়ে গিয়েছে পাকিস্তানের তরফে যাবতীয় কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পর থেকে। ভারতের বিরুদ্ধে ক্রমাগত পরমাণু হামলার হুমকি দেওয়া ছাড়াও সন্ত্রাসবাদ নিয়ে রীতিমতো বড়সড় পদক্ষেপ গোপনে নিয়ে চলেছে পাকিস্তান। এবার তাদের গতিবিধির জেরে চরম সতর্কতায় চলে গিয়েছে ভারতীয় সেনা।

 রাবার বোট পাকিস্তান সীমান্তে

রাবার বোট পাকিস্তান সীমান্তে

ভারতীয় গোয়েন্দা সূত্রের খবর অনুযায়ী, ছোট ছোট জলাশয়ের রাস্তা ধরে ভারতের গুজরাত, সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করে চলেছে পাক জঙ্গিরা। এজন্য পাকিস্তান সীমান্তে তারা রাবার বোটও মোতায়েন করে রেখেছে। এমনই তথ্য উঠে এসেছে নতুন গোয়েন্দা রিপোর্টে।

কোন কোন এলাকা নিশানায়?

কোন কোন এলাকা নিশানায়?

গোয়েন্দা রিপোর্ট বলছে, ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমানা বরাবর জম্মুর কাঠুয়া, আখনুর, সাম্বা জেলার ছোট ছোট জলাশয়ের পথে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে চলেছে পাকিস্তানি জঙ্গিরা। এক্ষেত্রে কিষাণগঙ্গা নদীকে তারা ব্যবহারের চেষ্টা করছে।

 ভারতীয় সেনা সতর্কতায়

ভারতীয় সেনা সতর্কতায়

প্রসঙ্গত, ২৬/১১ এর মুম্বই হামলার সময় পাকিস্তানের করাচি থেকে জলপথে ভারতে অনুপ্রবেশ করেছিল কুখ্যাত জঙ্গিরা। আর সেই রক্তলীলা প্রাণ কেড়েছিল শতাধিক মানুষের। এবারও পাক জঙ্গিরা জলপথে বড় নাশকতার ছক কষছে বলে গোয়েন্দা রিপোর্ট আসতেই, নিরাপত্তাবাহিনীকে সতর্কতায় রাখা হয়েছে।

English summary
Indian Security forces on high alert over rubber boat spotted near LoC near Pakistan.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X