For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের বদলা নিল ভারত, সীমান্তের ওপারের ১৪টি পাক সেনা ঘাঁটি ধ্বংস করল ভারতীয় সেনা

ফের বদলা নিল ভারতীয় সেনা। কড়া প্রতিরোধ গড়ে দুই পাকিস্তানি সেনাকে নিহত করার পাশাপাশি পাকিস্তানি সেনাদের ১৪টি ঘাঁটি উড়িয়ে দিল সেনাবাহিনী।

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

শ্রীনগর, ১ নভেম্বর : জম্মু ও কাশ্মীর সীমান্তে পাকিস্তানের অবিরত ছোঁড়া গোলাগুলির জেরে এদিন মৃত্যু হয়েছে ৮ জন ভারতীয় নাগরিকের এছাড়া আহত হয়েছেন আরও ২২ জন। এদের মধ্যে কয়েকজন মহিলাও রয়েছেন। ["দুশমন শিকার, হম শিকারি", এই মন্ত্র জপেই সীমান্তে জঙ্গি মোকাবিলা ভারতীয় সেনার]

এই ঘটনারও বদলা নিল ভারতীয় সেনা। কড়া প্রতিরোধ গড়ে দুই পাকিস্তানি সেনাকে নিহত করার পাশাপাশি পাকিস্তানি সেনাদের ১৪টি ঘাঁটি উড়িয়ে দিল সেনাবাহিনী। [কীভাবে পাকিস্তানে ঢুকে হামলা চালাল ভারতীয় সেনা, জেনে নিন]

সীমান্তের ওপারের ১৪টি পাক সেনা ঘাঁটি ধ্বংস করল ভারতীয় সেনা

এদিন সকাল থেকে কাশ্মীরের সাম্বা, জম্মু, পুঞ্চ, রাজৌরি সেক্টরে অনবরত গোলাগুলি ছুঁড়তে থাকে পাকিস্তানি সেনা। এর আগে পাক সেনার ছোঁড়া গুলিতে এক জওয়ানেরও মৃত্যু হয়েছে। [সার্জিক্যাল স্ট্রাইক কী? কীভাবে এটি সম্পন্ন করে ভারতীয় সেনা?]

এদিন পরিস্থিতি সীমা ছাড়াতেই কড়া ভাষায় প্রতিবেশীদের জবাব দেয় ভারতীয় সেনা। পাক সেনার ছোঁড়া মর্টার হামলার বদলে ভারতীয় সেনাও পাল্টা হামলা চালায়। [এই মুহূর্তে ভারত-পাক পরমাণু যুদ্ধ বাঁধলে কী ক্ষতির মুখে পড়বে গোটা বিশ্ব!]

প্রসঙ্গত, উরি হামলার বদলা নিতে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিল ভারতীয় সেনা। সেই হামলায় সীমান্তের ওপারের মোট ৭টি জঙ্গি লঞ্চ প্যাড ধ্বংস করে বহু জঙ্গিকে নিকেশ করা হয়। তারপর থেকে বারবার পাকিস্তান সীমান্ত জুড়ে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে গোলাগুলি চালিয়ে জঙ্গিদের প্রবেশ করাতে সাহায্য করে চলেছে বলে অভিযোগ ভারতীয় সেনার।

উল্লেখ্য, সোমবারও যুদ্ধবিরতি চু্ক্তি লঙ্ঘন করে রাজৌরি সেক্টরে হামলা চালায় পাক সেনারা। পাক সেনাদের ছোঁড়া মর্টার হামলায় এক ভারতীয় সেনা জওয়ানের মৃত্যু হয়। এবং হামলায় দুই মহিলাও গুরুতর আহত হন। এরপরই এদিন ভোর থেকে সীমান্তে হামলা চালায় পাক সেনা।

English summary
Indian security forces kill 2 Pakistani jawans, destroy 14 posts as 8 die in cross-border shelling
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X