For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশিষ্ট বিজ্ঞানী যশ পালের জীবনাবসান, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর

সোমবারই জীবনাবসান হয় ইসরোর প্রাক্তন প্রধান তথা বিশিষ্ট বিজ্ঞানী ইউ আর রাওয়ের, আর তারপর দিনই প্রয়াত হন বিজ্ঞানী যশ পাল।

  • |
Google Oneindia Bengali News

ভারতের বিজ্ঞান গবষণা জগতে একের পর এক নক্ষত্র পতন। সোমবারই জীবনাবসান হয় ইসরোর প্রাক্তন প্রধান তথা বিশিষ্ট বিজ্ঞানী ইউ আর রাওয়ের, আর তারপর দিনই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিজ্ঞানী যশ পাল।

বিশিষ্ট বিজ্ঞানী যশ পালের জীবনাবসান

দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। উত্তর প্রদেশের নয়ডার বাড়িতে তাঁর জীবনাবসান হয়। মঙ্গলবার বিকেলে তাঁর শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা।

বর্তমানে পাকিস্তানের পাঞ্জাবের জঙ্গ জেলায় জন্ম গ্রহণ করেনে এই প্রথিতযশা বিজ্ঞানী। ১৯২৬ সালের ২৬ নভেম্বর তাঁর জন্ম হয়। দেশ ভাগের পর ভারতে চলে আসলে, যশ পাল পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন। পরে তিনি টাটা ইন্সিটিটিউড অব ফান্ডামেন্টাল রিসার্চে কর্মজীবন শুরু করেন। এরপর ১৯৫৮ সালে ম্যাসাচুয়েটস বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করে তিনি।

১৯৭২ সালে ডিপার্টমেন্ট অব স্পেস -এর সূচনা করে ভারত সরকার। সেই সময় আমেদাবাদ স্পেস অ্যাপ্লিকতেশন সেন্টারের প্রথম ডিরেক্টর হিসাবে যোগ দেন তিনি। কসমিক রে , অ্যাস্ট্রো ফিজিক্স সহ বিজ্ঞান গবেষণার নানা ক্ষেত্রে তাঁর অবদান রয়েছে। তাঁকে পদ্মভূষণ ও পদ্মবিভূষণ সম্মানের ভূষিত করে ভারত সরকার ।

English summary
Scientist and academician Padma Vibhushan Professor Yash Pal has died at his residence in Noida on Tuesday. He was 90.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X