For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাকিস্তান নয়, আরও এক ভিন দেশের জঙ্গি শিবিরের টার্গেটে ভারত! পশ্চিমবঙ্গ সহ বহু এলাকায় 'হাই অ্যালার্ট'

  • |
Google Oneindia Bengali News

কাশ্মীর ইস্যুতে মালয়েশিয়ার সঙ্গে ভারতের কয়েকদিন আগেই সম্পর্কের গতি খানিকটা তলানির দিকে যেতে শুরু করে। কাশ্মীরে ৩৭০ ধারা তুলে নেওয়ার সমালোচনায় সরব হয় মালয়েশিয়া। এরপর সেদেশ থেকে পাম তেল আমদানী রুখে দেয় ভারত। এদিকে সেই মালয়েশিয়ার এক গোপন টাকার আদানপ্রদান ঘিরে হাড়হিম করা তথ্য উঠতে শুরু করেছে।

বাংলায় 'হিন্দু রাজ' হবে! নাড্ডাকাণ্ডের পর মমতাকে তোপ দেগে হুঙ্কার গেরুয়া শিবিরের সাংসদেরবাংলায় 'হিন্দু রাজ' হবে! নাড্ডাকাণ্ডের পর মমতাকে তোপ দেগে হুঙ্কার গেরুয়া শিবিরের সাংসদের

 মালয়েশিয়া বরুদের স্তূপে!

মালয়েশিয়া বরুদের স্তূপে!

গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, মালয়েশিয়া থেকে কোটি কোটি টাকার পাচার চলছে। ভারতের একটি লেনদেনের হিসাব দেখতে গিয়ে গোয়েন্দারা এবিষয়ে চাঞ্চল্যকর কিছু সূত্র পান। আর তার হাত ধরে জানতে পারেন যে মালয়েশিয়ার এক জঙ্গি সংগঠন ভারতকে টার্গেটে রাখছে।

 কাদের মধ্যে গুপ্ত টাকার লেনদেন?

কাদের মধ্যে গুপ্ত টাকার লেনদেন?

জানা গিয়েছে, জাকির নায়েকের সঙ্গে রোহিঙ্গা নেতা মহম্মদ নাসিরের সংযোগ রয়েছে। আর একটি বড় অঙ্কের টাকা তাঁদের মধ্যে সদ্য লেনদেন হয়েছে। আর এই অর্থের আদাবপ্রদানের সঙ্গে জড়িয়ে গিয়েছে ভারতের দিকে জঙ্গিদের গোপন নিশানার ছক।

 মহিলা জঙ্গি নেত্রী ও মালয়েশিয়ার টার্গেট

মহিলা জঙ্গি নেত্রী ও মালয়েশিয়ার টার্গেট

জানা যাচ্ছে, মালয়েশিয়ার বুকে একটি জঙ্গি শিবিরে এই মুহূর্তে প্রশিক্ষণ চলছে। সেখানে এক মহিলার নেতৃত্বে চলছে কাজ। যাদের নিশানায় ভারত রয়েছে। ভারতে নাশকতার ছক রয়েছে এদের কাছে। এরা বাংলাদেশ ও নেপালের রাস্তা ধরে ভারতে প্রবেশের ছক করছে।

 ২ লাখ মার্কিন ডলারের লেনদেন ও হাওলা

২ লাখ মার্কিন ডলারের লেনদেন ও হাওলা

জানা যাচ্ছে, হাওলা মারফৎ এই টাকার লেনদেন হয়েছে। চেন্নাই থেকে একজনকে ইতিমধ্যেই ট্র্যাক করেছেন ভারতীয় গোয়েন্দারা। মূবত ২ লাখ মার্কিন ডলারের একটি লেনদেনের সূত্র ধরেই এই তথ্য আসে।

English summary
Indian satets on High alert over intel input on Malaysia-based outfit's terrorist plot
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X