For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মার্কিন ডলারের নিরিখে ভারতীয় টাকার ঐতিহাসিক পতন

মার্কিন ডলারের নিরিখে সর্বনিম্ন পতন হল ভারতীয় টাকার। প্রতি মার্কিন ডলারে টাকার দাম ৬৯-র নিচে নেমে গিয়েছে।

Google Oneindia Bengali News

সর্বকালের মধ্যে সবচেয়ে সবচেয়ে নিম্নগামি হল টাকার দাম। টাকার দাম পড়তে পড়তে ৬৯ পেরিয়ে গেল। এদিন সকালে ইন্টারব্যাঙ্ক ফরেন এক্সচেঞ্জে টাকার দাম হল প্রতি ডলারে ৬৯.১০!

ডলারের নিরিখে টাকার ঐতিহাসিক পতন

অপরিশোধিত তেলের দাম বৃদ্ধিই টাকার এই পতনের প্রধান কারণ বলে জানিয়েছেন অর্থনীতিবিদরা। তাঁদের মতে এর ফলে ব্যাঙ্ক, আমদানীকারী ও তেল পরিশোধকদের মধ্যে ডলারের চাহিদা উত্তরোত্তর বেড়েছে। তাতেই চাপ বেড়েছে টাকার উপরে।

ডলারের নিরিখে টাকার ঐতিহাসিক পতন

গত নভেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্র ইরাণের উপর নিষেধাজ্ঞা জারি করে। ফলে মার্কিন মিত্র দেশগুলি ইরাণের কাছ থেকে তেল আমদানী বন্ধ করে দেয়। এর ফলে বাজারে অপরিশোধিত তেলের চাহিদা বেড়ে যায়। একই সময়ে কানাডা ও লিবিয়ার জোগানেও বিঘ্ন ঘটে। ফলে চড়চড়িয়ে বাড়ে অপরিশোধিত তেলের দাম। এর সঙ্গে ভারতীয় অর্থনীতির স্বাস্থহানিও ঘটে। এই দুইয়ের জোড়া প্রভাবেই টাকার দাম এভাবে পড়েছে বলে দাবি ভারতীয় অর্থনীতিবিদদের।

ডলারের নিরিখে টাকার ঐতিহাসিক পতন

গত বছর চিত্রটা অন্যরকম ছিল। মার্কিন ডলারের নিরিখে ৫.৯৬ শতাংশ বলিষ্ঠ হয়েছিল টাকা। কিন্তু ২০১৮-র শুরুর থেকেই ক্রমশ দুর্বল হতে থাকে। এই বছর এর মধ্যেই ৭ শতাংশ পড়েছে টাকার দাম। এর আগে টাকার পতন সবচেয়ে বেশই দেখা গিয়েছিল ২০১৬ সালে। সেবছরের ২৪ নভেম্বর প্রতি ডলারে ৬৮.৮৬ টাকা মিলেছিল। এর কাছাকাছিই টাকার পতন হয়েছিল আরও একবার। ২০১৩ সালের ২৮ অগাস্ট ডলার প্রতি টাকার দাম ছিল ৬৮.৮০ টাকা। এদিন আগের সব রেকর্ড ভেঙে গেল।

English summary
The Indian rupee fell to an all-time low against the U.S. dollar in early trade on Thursday and goes below 69 per US Dollar.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X