For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্টেজ-৩ সংক্রমণই এখন চিন্তার, করোনা গতিবিধি নিয়ে কী জানালেন গবেষকরা

স্টেজ-৩ সংক্রমণই এখন চিন্তার, করোনা গতিবিধি নিয়ে কী জানালেন গবেষকরা

Google Oneindia Bengali News

বিদেশ ফেরতদের মধ্যে মাত্র ২ শতাংশে করোনা সংক্রমণ হয়েছিল। এমনই মনে জানিয়েছেন ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ। ৫ ৯১১ জন রোগীর পরীক্ষা করে আইসিএমআরের গবেষকরা জানিয়েছেন ৪০ শতাংশ করোনা আক্রান্তেরই কোনও বিদেশ সফরের যোগ নেই। সংক্রামিত মাত্র ১০৪ জনেরই বিদেশ সফরের যোগ রয়েছে। কাজেই স্টেজ থ্রি ইনফেকশ নিয়ে উদ্বেগ আরও বাড়ছে।

স্টেজ-৩ সংক্রমণই এখন চিন্তার, করোনা গতিবিধি নিয়ে কী জানালেন গবেষকরা

২০টি রাজ্যের ৫২টি জেলায় করোনা সংক্রমণ ছড়িয়ে পড়েছে। বিদেশ সফরের যোগ ছাড়াও যে হারে করোনা সক্রমণ ঘটছে তাতে উদ্বেগ বেড়েছে গবেষকদের। যদিও অনেকেই দাবি করেছেন এখনও পর্যন্ত ভারতে গোষ্ঠী সংক্রমণ শুরু করেনি করোনা ভাইরাস। কিন্তু এই তথ্য প্রকাশ্যে আসার পর গোষ্ঠী সংক্রমণের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

করোনা ভাইরাসে সংক্রমণের তিনটি স্তর রয়েছে বলে জানিয়েছেন গবেষকরা। প্রথম স্তরে রয়েছে বিদেশ থেকে আসা সংক্রামিত। তার পরের স্তরে রয়েছে স্থানীয় ভাবে সংক্রমণ। যেটা এই মুহূর্তে ভারতে ঘটছে। তৃতীয় এবং ভয়ঙ্করতম স্তর হল গোষ্ঠী সংক্রমণ। যাকে স্টেজ থ্রি বলা হচ্ছে। সব শেষে রয়েছে মহামারি। যা আটকানো একেবারেই অসম্ভব। এদিকে শুক্রবার সকালেই করোনা সংক্রমণ ভারতে ৬ হাজারে পৌঁেছ গিয়েছে। ২৪ ঘণ্টায় ৩০ জনের মৃত্যু হয়েছে ভারতে।

English summary
Indian researchers are worried about stage 3 coronavirus infection
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X