For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিড়াম্বনা! নেপালে ভারতের পাঠানো ত্রাণ সামগ্রী নিকৃষ্ট মানের, বলছে খাদ্য পরিদর্শক

Google Oneindia Bengali News

ঠমান্ডু, ৮ মে : ভূমিকম্প বিধ্বস্ত ভারতীয় সংবাদমাধ্যমের অসংবেদনশীলতার পর এবার ভারতের পাঠানো ত্রাণ সামগ্রীর গুণগত মান নিয়েও প্রশ্ন উঠছে নেপালে। ভূমিকম্প পীড়িতদের জন্য ভারতের পাঠানো ত্রাণ সামগ্রীর মধ্যে কিছু খাদ্যসামগ্রী যেমন পাউরুটি, পরোটা অত্যন্ত নিকৃষ্ট মানের বলে মনে করছেন নেপালি খাদ্য পরিদর্শকরা।

খাদ্য প্রযুক্তি দফতরের আধিকারিকরা পরিদর্শনের সময় দেখতে পান বৈশালি ব্র্যান্ডের ১০০০ প্যাকেট পাউরুটির মান নিকৃষ্ট।

বিড়াম্বনা! নেপালে ভারতের পাঠানো ত্রাণ সামগ্রী নিকৃষ্ট মানের, বলছে খাদ্য পরিদর্শক

এই পাউরুটির প্যাকেটে ছাপা তারিখ অনুযায়ী তা শেষ করে ফেলার মেয়াদ (প্যাকেটের এক্সপায়েরি ডেট) শেষ হয়ে গিয়েছে। দফতরের তরফে বৃহস্পতিবার এমনটাই জানানো হয়েছে। পাশাপাশি দফতরের বিবৃতিতে এও জানানো হয়েছে যে সমস্ত খাদ্যদ্রব্য নিকৃষ্ট মানের পাওয়া গিয়েছে তা ইতিমধ্যেই নষ্ট করে দেওয়া হয়েছে দফতরের তরফে।[নেপাল ভূমিকম্প : এবার 'অসংবেদনশীলতা'র অভিযোগে অভিযুক্ত ভারতীয় সংবাদমাধ্যম]

পাউরুটির পাশাপাশি কার্গো করে পাঠানো ১০০০ কেজি পরোটাও নিকৃষ্ট মানের পাওয়া গিয়েছে। এই পরোটাগুলির অধিকাংশে ছত্রাক জন্মে গিয়েছে বলে দাবি খাদ্য পরিদর্শকদের। বৃহস্পতিবারই ত্রিভুবন আন্তর্জাতিক বিমান কর্তৃপক্ষ এই পরোটাগুলি নষ্ট করে দিয়েছে।

পানীয়ের ক্ষেত্রেও একই অভিযোগ রয়েছে। লোপেজ ব্র্যান্ডের কিছু পানীয় দ্রব্য বারানসী থেকে পাঠানো হয়েছিল, তার গুনগত মানও খারাপ বলে জানিয়েছেন খাদ্য প্রযুক্তি দফতরের আধিকারিকরা। যদিও এই পানীয় রাজ্যের তরফে পাঠানো হয়েছিল নাকি কেউ ব্যক্তিগত ভাবে এগুলি পাঠিয়েছেন তা নিয়ে স্পষ্ট কিছু বলেননি আধিকারিকরা।

একইভাবে সিকিম থেকে ত্রাণের জন্য পাঠানো কিছু জামাকাপড়ও পুরনো এবং পরার যোগ্য নয় বলে অভিযোগ উঠেছে। রামেছাপের মানুষ স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছে ভারতের পাঠানো জামাকাপড় অত্যন্ত পুরনো এবং পরার অযোগ্য।

English summary
Embarrassment! Food inspectors find Indian relief materials for Nepal substandard
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X