For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবার ট্রেনে পরিচয় প্রমাণ করা যাবে নথির ডিজিটাল প্রতিলিপিতেই, কীভাবে জেনে নিন

এখন থেকে ভারতীয় রেলওয়ে ডিজিলকারে রাখা আধার এবং ড্রাইভিং লাইসেন্সকে যাত্রীদের বৈধ পরিচয় প্রমাণ হিসেবে গ্রহণ করবে।

Google Oneindia Bengali News

রেলে যাতায়াতের সময় যাত্রীদের তাদের পরিচয় জ্ঞাপক নথি দেখাতে হয়। যাত্রাপথে সেইসব গুরুত্বপূর্ণ যদি হারিয়ে যায়, এই ভয় অনেকের মধ্যেই কাজ করে। তাদের জন্য সুখবর, ভারতীয় রেল এখন থেকে আধার কার্ড ও লাইসেন্সের সফট কপি অর্থাৎ ডিজিটাল ছবি গ্রাহ্য করবে বলে জানিয়েছে। তবে সেই ডিজিটাল কপিটি যাত্রীর 'ডিজিলকার'-এ থাকতে হবে।

ট্রেনে পরিচয়ের ডিজিটাল প্রমাণ দেখালেই হবে

ভারতীয় রেলের পক্ষ থেকে সবকটি জোনের প্রিন্সিপাল চিফ কমার্শিয়াল অফিসারদের কাছে ওই নির্দেশ পাঠানো হয়েছে। বলা হয়েছে, যাত্রী যদি ডিজিলকারে রাখা ওই দুটি নথির প্রতিলিপি দেখান তাহলে তাকেই বৈধ নথি হিসেবে গ্রহণ করতে হবে। নথির হার্ডকপি সেক্ষেত্রে আর লাগবে না।

এখন প্রশ্ন হল ডিজিলকার কী? ডিজিলকার হল কেন্দ্রীয় সরকারের চালু করা একটি ক্লাউড প্ল্যাটফর্ম পরিষেবা। এই পরিষেবার মাধ্যমে ভারতীয়রা তাদের বেশ কিছু সরকারি নথি ক্লাউডে রেখে দিতে পারেন। ডিজিটাল ইন্ডিয়া প্রকল্পের অংশ হিসেবে এটি গড়া হয়েছিল। এখন এই প্ল্য়াটফর্মে আধার ও ড্রাইভিং লাইসেন্স রাখা যায়।

তবে ডিজিলকারের নথি রাখার দুধরনের ব্যবস্থা আছে। একটি সেকশন রয়েছে ইস্যুড ডকুমেন্টস, সেখানে সরকারই ইস্যু করা নথি আপলোড করে দেয়। অপর সেকশনটি হল আপলোডেড ডকুমেন্টস, এখানে ব্যবহারকারী নিজে নথিপত্র আপলোড করতে পারেন। রেলওয়ের নির্দেশে স্পষ্ট করে দেওয়া হয়েছে একমাত্র ইস্যুড ডকুমেন্টস সেকশনের ডিজিটাল নথিকেই বৈধ হিসেবে গ্রহণ করা হবে।

English summary
From now on Indian Railways will accept Aadhaar and driving licence kept in DigiLocker as the passengers' valid identity proof.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X