For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লকডাউনেও চলবে বিশেষ কিছু ট্রেন! জানিয়ে দিল রেল কর্তৃপক্ষ

Google Oneindia Bengali News

দেশে গত তিন সপ্তাহ ধরে চলছে লকডাউন। তবে সেই সময়কালে ক্রমেই দেশে আরও বিস্তার ঘটেছে করোনা সংক্রমণের। এরই মাঝে মঙ্গলবার প্রধানমন্ত্রী মোদী ঘোষণা করেন যে দেশে করোনা সংক্রমণ রুখতে এই লকডাউনের মেয়াদ বাড়ানো হচ্ছে আগামী ৩ মে পর্যন্ত। এই পরিস্থিতিতে সম্পূর্ণ ভাবে লকডাউন মেনে চলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী সবাইকে বাড়িতেই থাতে বলেন।

সেনাকর্মীদের যাতায়াতের সুবিধার্থে বিশেষ ট্রেন

সেনাকর্মীদের যাতায়াতের সুবিধার্থে বিশেষ ট্রেন

প্রধানমন্ত্রীর এই ঘোষণার পরই ভারতীয় রেলওয়ে জানিয়ে দেয়, যাত্রী পরিষেবা আপাতত ৩ মে পর্যন্ত স্থগিত রাখা হচ্ছে। তবে এরই মধ্যে সেনাকর্মীদের যাতায়াতের সুবিধার্থে এবার বিশেষ পদক্ষেপ নিল ভারতীয় রেলমন্ত্রক।

কবে কবে চলবে সেই ট্রেন?

কবে কবে চলবে সেই ট্রেন?

লকডাউনের মধ্যে যাতায়াত করতে যাতে সেনাবাহিনীর সদস্যদের কোনও সমস্যা না হয়, সেজন্য দুটি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেলের তরফে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ১৭ এপ্রিল ও ১৮ এপ্রিল এই ট্রেনদুটি চলবে। অর্থাৎ শুক্র ও শনিবার ট্রেনদুটি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

লকডাউনে আটকে পড়াদের জন্য ট্রেন চালানোর প্রস্তুতি

লকডাউনে আটকে পড়াদের জন্য ট্রেন চালানোর প্রস্তুতি

আপাতত ২০ এপ্রিল পর্যন্ত লকডাউন কঠোরভাবে পালন করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। তারপর কোনও কোনও ক্ষেত্রে লকডাউন আংশিক প্রত্যাহার করা হতে পারে। সেই ভাবনা থেকেই হঠাৎ লকডাউনে আটকে পড়াদের জন্য ট্রেন চালানোর প্রস্তুতি নিয়ে রেখেছে ভারতীয় রেল। সূত্রের খবর অনুযায়ী, এর জন্য রেলের নানা বিভাগের কর্মীদের তৈরি থাকতে বলা হয়েছে।

৩৯ লক্ষের বেশি অগ্রিম টিকিটের মূল্য ফেরত

৩৯ লক্ষের বেশি অগ্রিম টিকিটের মূল্য ফেরত

এদিকে লকডাউনের জেরে ৩৯ লক্ষের বেশি অগ্রিম টিকিটের মূল্য ফেরত দিতে চলেছে ভারতীয় রেল। যার জেরে খরচ হতে চলেছে প্রায় ৬৬০ কোটি টাকা। এদিকে ২১ দিনের লকডাউন শেষের সময় ছিল ১৪ই এপ্রিল। সূত্রের খবর, তার পরবর্তী সময় পর্যন্ত বুকিং চালু রেখেছিল ভারতীয় রেল।

English summary
indian railways to run special trians for indian army on 18th and 19th april
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X