কালকা মেলের নতুন নামকরণ 'নেতাজি এক্সপ্রেস', নয়া ঘোষণা কেন্দ্রের
নেতাজির জন্ম দিবসকে 'পরাক্রম দিবস' হিসেবে ঘোষণার পর এবার নেতাজি সুভাষ চন্দ্র বসুর নামে হাওড়া-কালকা মেলের নতুন নামকরণ হল 'নেতাজি এক্সপ্রেস'।

নেতাজি সুভাষচন্দ্র বসু কলকাতার এলগিন রোডের বাড়ি ছেড়ে ব্রিটিশ গুপ্তচরদের চোখে ফাঁকি দিয়ে, রাতের আঁধারে দেশকে স্বাধীন করার জন্যে পাড়ি দিয়েছিলেন। বাঙালির কাছে সেই ঘটনাই 'মহানিষ্ক্রমণ' নামে পরিচিতি পেয়েছে। সেই রুদ্ধশ্বাস অভিযানে নেতাজি গাড়ি করে চলে গিয়েছিলেন গোমো জংশনে। এরপর সেখান থেকে কালকা মেলে চড়ে চলে গিয়েছিলেন দেশের পশ্চিম সীমান্তে।
তাই নেতাজির ১২৫ তম জন্মবার্ষিকীতে নেতাজিকে স্মরণ করে কেন্দ্রের মোদি সরকার কালকা মেলকে 'নেতাজি এক্সপ্রেস' নামে চালানোর সিদ্ধান্ত নিয়েছে।

ইতিমধ্যেই নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনকে ইতিমধ্যেই 'পরাক্রম দিবস' হিসাবে ঘোষণা করেছে কেন্দ্র সরকার। এবার হাওড়া-কালকা মেলের নতুন নামকরণ হল 'নেতাজী এক্সপ্রেস'। রেলের তরফে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রেলমন্ত্রক হাওড়া-কালকা মেলের নতুন নামে অনুমোদন দিয়েছে।
এছাড়াও কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রক জানিয়েছে, ভারতের স্বাধীনতার ইতিহাসে নেতাজীর অবিস্মরণীয় অবদানকে শ্রদ্ধা জানাতে এবার থেকে ২৩ জানুয়ারি 'পরাক্রম দিবস' হিসাবে পালিত হবে। সেই সঙ্গে রেলমন্ত্রী পীযূশ গোয়েল একটি ট্যুইট করে জানান, 'নেতাজীর পরাক্রমের হাত ধরে ভারতের স্বাধীনতা ও উন্নয়নের নতুন পথ শুরু হয়। আমি উচ্ছ্বসিত, তাঁর এই জন্মদিনকে সামনে রেখে 'নেতাজী এক্সপ্রেসের' পথ চলা শুরু হবে।' রেল জানিয়েছে, আগামী ২৩ জানুয়ারি থেকে কালকা মেল 'নেতাজি এক্সপ্রেস' নামে নিত্যদিন যাতায়াত করবে আপ ও ডাউন লাইনে। নতুন এই ট্রেনের নম্বর হবে ১২৩১১ আপ ও ১২৩১২ ডাউন। এর জন্য অবশ্য যারা আগে থেকে এই ট্রেনে আসন সংরক্ষন করে রেখেছেন তাঁদের কোনও সমস্যায় পড়তে হচ্ছে না। আবার আগেকার মতোই এই ট্রেনের সময়সূচী, রুট ও স্টপেজ একই থাকছে।
সোনার দাম ২০ জানুয়ারি কোন পথে! বুধবার সোনালী ধাতুর দর একনজরে