For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কনফার্ম টিকিট না থাকলেও বিকল্প ট্রেনে নিশ্চিত গন্তব্যে পৌঁছনো যাবে, পরিষেবা চালু ১ নভেম্বর

  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ১৫ অক্টোবর : দূরপাল্লার যাত্রীদের জন্য অবশেষে সুখবর আনতে চলেছে ভারতীয় রেল। এবার থেকে টিকিট কেটে ওয়েটিংয়ে থাকতে হবে না। একেবারেই কনফার্ম টিকিট হাতে পাবেন আপনি। [ভারতে লোকাল ট্রেনে চালু হল এসি]

ভারতীয় রেলসূত্রে জানা গিয়েছে, কোনও রুটে ট্রেনের টিকিট কাটার পরে সেই সময়ের ট্রেনে জায়গা না থাকলেও ওয়েটিংয়ে থাকতে হবে না। একই রুটে বিকল্প ট্রেনের ব্যবস্থা করে যাত্রীদের নিশ্চিত গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা চালু করা হবে। [জিপিএস দেখে গাড়ি চালিয়ে বিপদ! গাড়ি উঠে এল রেল লাইনে]

কনফার্ম টিকিট না থাকলেও বিকল্প ট্রেনে নিশ্চিত গন্তব্যে পৌঁছন

জানা গিয়েছে, যাত্রী সুবিধার্থে ১ নভেম্বর থেকে বিকল্প ট্রেনের ব্যবস্থা করা হবে। পরিষেবাটির নামই দেওয়া হয়েছে 'বিকল্প'। এটি অনুযায়ী যে ট্রেনে যাত্রীরা টিকিট কাটবেন, তাতে জায়গা না পেলে একই রুটের অন্য ট্রেনে তাদের যাত্রার ব্যবস্থা করা হবে। [রেল টিকিট কনফার্ম নয়? নো টেনশন, বিমানের টিকিট কেটে দেবে ভারতীয় রেল]

এই প্রকল্প অনুযায়ী কোনও যাত্রী নিজের পছন্দের ট্রেনে জায়গা না পেলে বিকল্প কোন ট্রেনে যেতে চাইছেন সেটাও নিশ্চিতভাবে বেছে নেওয়া যাবে। এরজন্য বাড়তি কোনও টাকাও যাত্রীদের দিতে হবে না বলে জানানো হয়েছে।

কোন কোন ট্রেনকে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হবে আপাতত সেটারই তালিকা তৈরিতে ব্যস্ত রেল বোর্ডের কর্তারা। সবকিছু ঠিক থাকলে আগামী মাস থেকেই দীর্ঘ রেলযাত্রার যন্ত্রণা থেকে মুক্তি পেতে চলেছেন যাত্রীরা।

English summary
Train ticket not confirmed? Railways to provide berths in 'alternate trains' from Nov 1
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X