For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আটকে পড়া শ্রমিকদের বাড়ি ফেরাতে কত টাকা ভাড়া নেওয়া হচ্ছে! চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রেলের

Google Oneindia Bengali News

ট্রেনের টিকিটের জন্য টাকা দিতে হচ্ছে ভিন রাজ্যে আটকে পড়া শ্রমিকদের। এমনই দাবি করেছিল কংগ্রেস। সেই দাবি উড়িয়ে দিয়ে রেল মন্ত্রকের তরফে জানানো হয়, কোনওরকম টিকিট বিক্রি করা হচ্ছে না। রেলওয়ে ন্যূনতম ভাড়া নিচ্ছে সংশ্লিষ্ট রাজ্য সরকারের কাছ থেকে। যা পুরো ভাড়ার মাত্র ১৫ শতাংশ।

কী বলে রেলমন্ত্রক?

কী বলে রেলমন্ত্রক?

রেলমন্ত্রকের তরফে আরও জানানো হয়, সমস্ত প্রাথমিক স্বাস্থ্য বিধি মেনে, সামাজিক দূরত্ব বজায় রেখে ভারতীয় রেলের তরফে শ্রমিক স্পেশাল ট্রেন চালানো হচ্ছে। গন্তব্য থেকে বন্ধ অবস্থায় প্রায় খালি ট্রেনই ফিরছে। রেলওয়ের তরফে শ্রমিকদের বিনামূল্যে খাবার ও জলের বোতল দেওয়া হচ্ছে।

সিদ্ধান্ত রাজ্য সরকারের

সিদ্ধান্ত রাজ্য সরকারের

রেলমন্ত্রকের জনসংযোগ আধিকারিক জানান, যে রাজ্যগুলি শ্রমিকদের পাঠাচ্ছে, তারা টিকিটের খরচা বহনের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে। এক্ষেত্রে তারা যাত্রীদের কাছ থেকে টিকিটের দাম নিতে পারে। অথবা যে রাজ্যগুলিতে শ্রমিকদের পৌঁছানো হচ্ছে, তাদের সঙ্গে পারস্পরিক আলোচনার পর টিকিটের টাকা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে। অথবা কোনও তহবিল থেকেও এই টাকা সংগ্রহ করতে পারে। এটা সম্পূর্ণভাবে তাদের সিদ্ধান্তের উপর নির্ভর করছে।

এক নির্দেশিকায় শুরু হয় বিভ্রান্তি

এক নির্দেশিকায় শুরু হয় বিভ্রান্তি

রবিবার এক নির্দেশিকায় রেলমন্ত্রক জানায়, রাজ্য সরকারগুলি আটকে থাকা শ্রমিকদের হাতে টিকিট তুলে দেবে । এবং টিকিটের ভাড়া সংগ্রহ করে রেলওয়েকে পুরো টাকা তুলে দেবে । তার পরিপ্রেক্ষিতে আজ জনসংযোগ আধিকারিক জানান, নির্দেশিকা অনুযায়ী, যে রাজ্য শ্রমিকদের পাঠাচ্ছে তারা একত্রে রেলওয়েকে পুরো ভাড়া দেবে। টিকিট ছাড়া কেউই যেতে পারবেন না। তাই প্রত্যেক যাত্রীকে আমরা টিকিট দিচ্ছি।

সরব হয় কংগ্রেস

সরব হয় কংগ্রেস

এবিষয়ে আজ সরব হয় কংগ্রেস। কেন্দ্রীয় সরকারকে কার্যত কটাক্ষ করে কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধী জানান, শ্রমিকদের বাড়ি ফেরার টাকা দেবেন তাঁরা। বলেন, 'শ্রমিক শ্রেণি আমাদের দেশের অর্থনীতির পাঁজর। তাই কংগ্রেসের তরফে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের প্রত্যেকটি প্রদেশ কংগ্রেস কমিটি সংশ্লিষ্ট রাজ্যে ফেরা দুস্থ শ্রমিকদের ট্রেনের টিকিটের খরচা দেবে। আর এভাবেই কংগ্রেস দেশের মানুষের পাশে থেকে সাহায্য করার চেষ্টা করবে।'

English summary
indian railways not selling tickets to migrant workers who are returning to own state
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X