For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলায় নতুন ১৮টি লাইন বসাচ্ছে ভারতীয় রেল

রেলের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থাকে সমস্ত প্রান্তে ছড়িয়ে দিতে দেশের বিভিন্ন রাজ্য মিলিয়ে মোট ২০০টি নতুন রেল লাইন পাতবে ভারতীয় রেল।

  • |
Google Oneindia Bengali News

রেলের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থাকে সমস্ত প্রান্তে ছড়িয়ে দিতে দেশের বিভিন্ন রাজ্য মিলিয়ে মোট ২০০টি নতুন রেল লাইন পাতবে ভারতীয় রেল। প্রায় সবকটি রাজ্যেই নতুন লাইন পাতার কাজ চলবে।

বাংলায় নতুন ১৮টি লাইন বসাচ্ছে ভারতীয় রেল

এদিন লোকসভায় রেলমন্ত্রকের তরফে এই খবর জানানো হয়েছে। এজন্য যে জমি প্রয়োজন হবে তা কেন্দ্র ও রাজ্য যৌথভাবে খুঁজবে বলেও জানানো হয়েছে।

বিভিন্ন রাজ্যে এখনও অনেক এলাকা রয়েছে যেখানে রেল লাইন পড়েনি। বিভিন্ন রাজ্যের জঙ্গল এলাকা দিয়েও রেল পথ নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে। এক্ষেত্রে বন্যপ্রাণের যাতে কোনও ক্ষতি না হয় সেদিকেও খেয়াল রাখা হবে বলে জানানো হয়েছে।

জানা গিয়েছে, অন্ধ্রপ্রদেশে ১৮টি, বিহারে ৩৮টি, বাংলায় ১৮টি, ছত্তিশগড়ে ৮টি, গুজরাতে ৪টি, হরিয়ানায় ৭টি, মহারাষ্ট্রে ১২টি, হিমাচলপ্রদেশে ৪টি, কাশ্মীরে ও দিল্লিতে ১টি করে নতুন রেললাইন পাতা হবে।

২০১৮-১৯ সালে স্বচ্ছ্ব ভারত মিশন প্রকল্পে রেলের যাত্রী স্বাচ্ছ্বন্দ্য থেকে শুরু করে পরিচ্ছন্নতা সকল বিষয়েই খেয়াল রাখা হচ্ছে। নতুন কোচ, আধুনিক ব্যবস্থা যেমন রয়েছে, পাশাপাশি নতুন রেলপথ তৈরি করেও আরও এগিয়ে যেতে চাইছে রেল।

English summary
Indian Railways to introduce over 200 new lines across country
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X