For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদী জমানার ৫ বছরে কোন পথে রেল! একনজরে পরিষেবার খুঁটিনাটি

নরেন্দ্র মোদীর সরকার নিরাপদ এবং ঝঞ্ঝাট মুক্ত রেলসফরকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। ২০১৪ সাল থেকে দুর্ঘটনায় বহু সংখ্যক আহত এবং মৃত্যুর ঘটনার পর ২০১৭-১৮ সালে দুর্ঘটনার সংখ্যাটা নেমে গিয়েছে ৭৩-এ।

  • |
Google Oneindia Bengali News

নরেন্দ্র মোদীর সরকার নিরাপদ এবং ঝঞ্ঝাট মুক্ত রেলসফরকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। ২০১৪ সাল থেকে দুর্ঘটনায় বহু সংখ্যক আহত এবং মৃত্যুর ঘটনার পর ২০১৭-১৮ সালে দুর্ঘটনার সংখ্যাটা নেমে গিয়েছে ৭৩-এ। যা সাম্প্রতিককালে সর্বনিম্ন।

 মোদী জমানার ৫ বছরে কোন পথে রেল! একনজরে পরিষেবার খুঁটিনাটি

২০১৩-১৪ সালে সারা দেশে ট্রেন দুর্ঘটনার সংখ্যা ছিল ১১৮ টি। আর তা ২০১৭-১৮ সালে দাঁড়িয়েছে ৭৩-এ। প্রায় ৬২ শতাংশ ট্রেন দুর্ঘটনা কমেছে এই ক-বছরে। এর পিছনে কারণও রয়েছে। রেল ট্র্যাকের রক্ষণাবেক্ষণের সঙ্গে পুরনো ট্র্যাকের পরিবর্তনও করা হয়েছে এই সময়ের মধ্যে। এই কাজ বৃদ্ধি করা হয়েছে ৫০ শতাংশের মতো। ২০১৩-১৪ সালে যেখানে ২৯২৬ কিমি রেল ট্র্যাকের পরিবর্তন করা হয়েছিল, সেখানে ২০১৭-১৮ সালে ৪,৪০৫ কিমি ট্র্যাকের পরিবর্তন করা হয়েছে।

রেলের তরফে রাজধানী এক্সপ্রেস. দিল্লি অমৃতসর শতাব্দী এক্সপ্রেস-সহ দেশের ১৪ টি বিশেষ ট্রেনের যাত্রার সময়ও কমানো হয়েছে। ট্রেনগুলি রাজধানী দিল্লি থেকে হাওড়া, পটনা-র মধ্যে চলাচল করে। সিলন্যালিং সিস্টেমেরও উন্নতিসাধন করা হয়েছে। টাইম টেবলের পরিবর্তনের ফলে ২০১৬-র অক্টোবর নাগাদ রাজধানী-শতাব্দী-সহ ৩৫০ টি মেল/এক্সপ্রেস এবং ৭৪ টি সুপারফাস্ট ট্রেন ৫ থেকে ২৫ মিনিটের আগেই গন্তব্যে পৌঁছে যেত।

এবছরে রেলমন্ত্রকের তরফ থেকে সারা দেশের ট্রেনের জন্য 'ট্রেনস অ্যাট আ গ্ল্যান্স' নামক টাইম টেবল প্রকাশ করা হয়। যা কার্যকরী হয়েছে ১৫ অগাস্ট থেকে। এছাড়াও ১৭ টি জোনাল রেলের তরফে ৫ টি জোনাল টাইম টেবল প্রকাশ করা হয়েছে।

২০১৭-১৮ সালে ৯০ টি নতুন সেবা চালু করা হয়েছে। ৪৩ টি সেবার পরিধি বাড়ানো হয়েছে। এছাড়াও ৯ টি সেবার ফ্রিকোয়েন্সি বাড়ানো হয়েছে। বর্তমান বছরে ১৫ অগাস্ট পর্যন্ত, ৩৫ টি সেবা চালু করা হয়েছে। ২৮ টির পরিধি বাড়ানো হয়েছে। এছাড়াও পাঁচটির ফ্রিকোয়েন্সি বাড়ানো হয়েছে।

English summary
Indian railways ensures safe and hassle free travel under PM Modi government
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X