মোদী থেকে ওয়েইসি, অযোধ্যা মামলার রায় প্রকাশের পর কে কী বললেন? দেখুন এক নজরে
কয়েক দশকের অযোধ্যা বিবাদ মামলা শেষ। দীর্ঘ ৪০ দিনের টানা শুনানির পর ১৬ অক্টোবর অযোধ্যা মামলার শুনানি শেষ হয়। এরপর ৪০ দিন স্থগিত রাখা হয়েছিল রায়দান। অযোধ্যা মামলার রায়ের দিন যত এগিয়ে আসছিল তত বেড়েছে এই মামলা ঘিরে উত্তেজনা। তবে সব রাজনৈতিক নেতারাই জনগণকে শান্ত থাকতে বলেন। আর আজ রায় ঘোষণার পর কোন নেতা কী বললেন। দেখে নিন এক নজরে।

নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী
সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। এই রায়কে কোনও এক পক্ষের জিত বা হার হিসেবে দেখা উচিত না। রাম-ভক্তি হোক বা রহিম-ভক্তি, কোনও পক্ষেরই না এই জয়। এই মুহূর্তে ভারত-ভক্তির মনোভাবকে জোরদার করার জন্য অপরিহার্য। আমি সকল দেশবাসীকে শান্তি, সম্প্রীতি এবং ঐক্য বজায় রাখতে আবেদন করছি।

অমিত শাহ, স্বরাষ্ট্রমন্ত্রী
আমি সর্বসম্মতিতে নেওয়া সুপ্রিমকোর্টের শ্রী রাম জন্মভূমি সংক্রান্ত রায়কে স্বাগত জানাই। আমি দেশের সকল সম্প্রদায় এবং ধর্মের মানুষের কাছে এই সিদ্ধান্তটি গ্রহণ করে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আবেদন করছি। আমি সকলকে 'এক ভারত-শ্রেষ্ঠ ভারত' প্রতিশ্রুতি ও প্রতিজ্ঞাবদ্ধ থাকার জন্য আবেদন করছি।

রাজনাথ সিং, প্রতিরক্ষামন্ত্রী
এটি একটি যুগান্তকারী রায়। আমি জনসাধারণকে শান্তি বজায় রাখার আবেদন করছি।

প্রিয়ঙ্কা গান্ধী বাঢরা, কংগ্রেস নেত্রী
সুপ্রিম কোর্টের রায় সকল দল, সম্প্রদায় এবং নাগরিকদের গ্রহণ করা উচিত। আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি, ঐক্য ও ভ্রাতৃত্বের ঐতিহ্যকে শক্তিশালী করার ক্ষেত্রে এক হওয়া উচিত।

নীতিন গড়কড়ি, কেন্দ্রীয় মন্ত্রী
সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নিয়েছে এবং রায় দিয়েছে। সবার উচিত এটি গ্রহণ করা এবং শান্তি ও সম্প্রীতি বজায় রাখা।

নীতীশ কুমার, বিহারের মুখ্যমন্ত্রী
সুপ্রিম কোর্টের রায় সকলেরই স্বাগত জানানো উচিত। এটি সামাজিক সম্প্রীতির ক্ষেত্রে দরকার। এই বিষয়ে আর কোনও বিতর্ক হওয়া উচিত নয়। জনগণের কাছে এটাই আমার আবেদন।

রণদীপ সিং সুরজেওয়ালা, কংগ্রেস মুখপাত্র
সুপ্রিম কোর্টের রায় এসেছে, আমরা রাম মন্দির নির্মাণের পক্ষে রয়েছি। এই রায় কেবল মন্দিরের নির্মাণের দ্বারই সীমিত নয়। বিজেপি এবং অন্যদেরও এই বিষয়টি নিয়ে রাজনীতি করার দরজা বন্ধ করে দিয়েছে।

মোহন ভাগবত, আরএসএস প্রধান
সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। এই মামলা কয়েক দশক ধরে চলছিল এবং আমি মনে করি শেষ পর্যন্ত সঠিক সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়েছে। এটিকে জয় বা পরাজয় হিসাবে দেখা উচিত নয়। আমরা শান্তি বজায় রাখতে সকলের প্রচেষ্টাকে স্বাগত জানাই।

রামদেব
এটি একটি ঐতিহাসিক রায়। তৈরি করা হবে একটি বড় রাম মন্দির। মুসলিম পক্ষকে বিকল্প জমি বরাদ্দের সিদ্ধান্তকে স্বাগত। আমি মনে করি হিন্দু ভাইদেরও মসজিদ নির্মাণে সহায়তা করা উচিত।

আসাদউদ্দিন ওয়াইসি, হায়দরাবাদের সাংসদ
এই রায় নিয়ে সন্তুষ্ট নই। সুপ্রিম কোর্ট প্রকৃতপক্ষে সুপ্রিম, কিন্তু তার রায় অকাট্য নয়। সংবিধানের উপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে। আমরা আমাদের অধিকারের জন্য লড়াই করছিলাম। অনুদান হিসাবে আমাদের ৫ একর জমির দরকার নেই। আমাদের ৫ একর জমি প্রত্যাখ্যান করা উচিত। আমাদের কোনও উপহারের দরকার নেই।