For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অপরাধ করার কথা ভাবলেই এবার গ্রেফতার করবে পুলিশ, আসছে নতুন প্রযুক্তি, জানুন বিস্তারিত

এনসিআরবি ক্রাইম ডেটা অ্যানালিটিক্স সফটওয়্যারের সাহায্যে আগে থেকে তৈরি থাকতে চাইছে। যাতে অপরাধ ঘটার আগেই তা ধরে ফেলা যায়।

  • |
Google Oneindia Bengali News

কোনও ঘটনা ঘটে গেলে তার রহস্য সমাধানে বাঙালির সবার আগে মনে পড়ে গোয়েন্দা ফেলু মিত্তিরকে। অনেক সময় অপরাধ ঘটার আগেই ফেলুদা প্রখর বুদ্ধির সাহায্যে নিমেষে রহস্যের সমাধান করে ফেলেছেন। সেই ভাবনাকেই বাস্তবে রূপ দিতে চলেছে জাতীয় ক্রাইম রেকর্ডস ব্যুরোর নতুন সফটওয়্যার।

অপরাধ করার কথা ভাবলেই এবার গ্রেফতার করবে পুলিশ

জানা গিয়েছে, এনসিআরবি ক্রাইম ডেটা অ্যানালিটিক্স সফটওয়্যারের সাহায্যে আগে থেকে তৈরি থাকতে চাইছে। যাতে অপরাধ ঘটার আগেই তা ধরে ফেলা যায়। বলা হয়েছে, আগামী ২০১৮ সালের মধ্যেই কেরল, ওড়িশা, মহারাষ্ট্র, হরিয়ানা ও ত্রিপুরা- এই পাঁচ রাজ্যে এই প্রযুক্তি চালু করা হবে। এবং আগামী বছরের শেষে দেশের প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এই প্রযুক্তি চালু হবে।

অন্ধ্রপ্রদেশের অ্যাডভান্স ডেটা রিসার্চ ইনস্টিটিউট এই সফটওয়্যার তৈরি করছে। এর মাধ্যমে আইনি সংস্থাগুলি অপরাধের সুলুকসন্ধান করতে পারবে। কোন এলাকায় কী ধরনের অপরাধ হচ্ছে বা হতে পারে তা আগাম জানতে পারবে।

বলা হয়েছে, মূলত বিগ ডেটা অ্যানালিটিক্সের সাহায্য নিয়ে কোন জায়গায় অপরাধ হতে পারে তার ভৌগলিক অবস্থান হদিশ করা সম্ভব হবে। সেই খবর পুলিশে পৌঁছলে তারা আগাম ব্যবস্থা নিয়ে বা নজরদারি চালিয়ে অপরাধ দমন করতে পারবে। আগামী বছরের মার্চ মাসের মধ্যে এই সফটওয়্যার যাতে তৈরি করা যায় তার জন্য অন্ধ্রপ্রদেশের অ্যাডভান্স ডেটা রিসার্চ ইনস্টিটিউটের সঙ্গে এনসিআরবি-র চুক্তিও সাক্ষরিত হয়েছে।

শুধু ছোট-বড় অপরাধ নয়, জঙ্গি নাশকতা ও মাওবাদীদের কার্যকলাপও আগে থেকে ট্র্যাক করা যাবে। কোথায় জঙ্গি হামলা হতে পারে, মাওবাদীরা কীভাবে নাশকতার ছক কষছে এসবই নাকি বাতলে দেওয়া যাবে আগে থেকেই। এমনকী কোথায় অপরাধ হতে পারে তার সঠিক ঠিকানাও বলে দেওয়া যাবে।

English summary
Indian police to be armed with big data software to predict crime
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X