For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাশ্মীরে রক্তপাত বেদনাদায়ক, দিল্লি-ইসলামাবাদকে আলোচনা টেবিলে বসার আবেদন মেহবুবার

Google Oneindia Bengali News

পিডিপি নেত্রী মেহবুবা মুফতি এবার ভারত সরকারকে পাকিস্তানের সঙ্গে আলোচনা শুরু করার দাবি জানালেন। উল্লেখ্য, শুক্রবার উপত্যকা জুড়ে ভারত-পাক গোলাবর্ষণে দুই পক্ষের সেনাই প্রাণ হারান। সেই প্রেক্ষিতে এদিন মেহবুবা দাবি তোলেন যে কেন্দ্রীয় সরকার সীমান্তের পরিস্থিতি শান্ত করার লক্ষ্যে যাতে পাকিস্তানের সঙ্গে আলোচনা শুরু করে।

কী বললেন মেহবুবা

কী বললেন মেহবুবা

এদিন মেহবুবা এই প্রসঙ্গে বলেন, 'সীমান্তের দুই দিকেই এত মানুষের মৃত্যু খুব বেদনাদায়ক যদি ভারত এবং পাকিস্তানের শীর্ষ স্থানীয় নেতৃত্ব এই বিষয়ে আলোচনার টেবিলে বসেন, তাহলে পরিস্থিতি শান্ত হতে পারে। বাজপেয়ীজি এবং মুশারফ সাহেব যেই আলোচনার পথ দেখিয়েছিলেন, তাকেই বর্তমান নেতৃত্ব যাতে এগিয়ে নিয়ে যান। তাহলে সীমান্তে সংঘর্ষ বিরতি সম্ভব হবে।'

কাশ্মীর সীমান্তে শুক্রবার জুড়ে বজায় ছিল উত্তেজনা

কাশ্মীর সীমান্তে শুক্রবার জুড়ে বজায় ছিল উত্তেজনা

জম্মু ও কাশ্মীর সীমান্তে শুক্রবার জুড়ে বজায় ছিল উত্তেজনা৷ একদিকে যেখানে উরি ও গুরেজ সেক্টরে পাকিস্তানের হামলার জেরে শহিদ হন ৪ সেনা জওয়ান এবং মারা গিয়েছেন আরও ৫ সাধারণ নাহরিক। এদিকে কারনা এবং তাংদারে ভারত ও পাকিস্তান সেনার মধ্য়ে ব্য়াপক গুলির লড়াই হয়েছে বলে সেনা সূত্রে খবর৷ আজ সকালে উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলার তাংদার সেক্টরের ফরওয়ার্ড পোস্টে দুই তরফে লাগাতার গোলাগুলি চলতে শুরু করে৷

ভারতীয় ছাউনি লক্ষ্য করে আচমকা হামলা

ভারতীয় ছাউনি লক্ষ্য করে আচমকা হামলা

জানা গিয়েছে, এদিন সকালে পাকিস্তানের তরফ থেকে ভারতীয় ছাউনি লক্ষ্য করে আচমকাই গুলি চলতে শুরু করে৷ যার পালটা জবাবে ভারতীয় সেনাও গুলি চালাতে শুরু করে৷ এর জেরে ওই এলাকার বাসিন্দাদের মধ্য়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ রিপোর্টে এও বলা হয়েছে, গোলাগুলি শুরু হওয়ার পর দ্রুত সেনার তরফে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে৷ আচমকা এই গোলাগুলিতে ধানি, সাদপোড়া, হাজিতরা এবং জাদা সীমান্তবর্তী এলাকায় প্রভাব পড়েছে৷

৩০০ জঙ্গি ভারতে প্রবেশের জন্য অপেক্ষা করে রয়েছে

৩০০ জঙ্গি ভারতে প্রবেশের জন্য অপেক্ষা করে রয়েছে

সম্প্রতি বর্ডার সিকিউরিটি ফোর্সের শীর্ষস্তর থেকে জানানো হয়েছিল, পাকিস্তান ছাউনিগুলিতে ২৫০ থেকে ৩০০ জঙ্গি ভারতে প্রবেশের জন্য় অপেক্ষা করে রয়েছে৷ নভেম্বর মাসে তুষারপাতের আগে তাদের ভারতে ঢোকানোর চেষ্টা করা হবে বলে জানিয়েছিলেন বিএসএফ-এর এক আধিকারিক৷ এদিনের পাকিস্তান সেনার এই হামলা সেই উদ্দেশ্য়েই হতে পারে বলে মনে করা হচ্ছে৷

<strong>পরাজয় কিছুতেই মানতে পারছেন না ট্রাম্প, হোয়াইট হাউজে দ্বিতীয় মেয়াদের রূপরেখা তৈরি</strong>পরাজয় কিছুতেই মানতে পারছেন না ট্রাম্প, হোয়াইট হাউজে দ্বিতীয় মেয়াদের রূপরেখা তৈরি

English summary
Indian & Pakistani leadership should initiate dialogue about Kashmir said Mehbooba Mufti
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X