এবার প্লাস্টিক থেকে হবে তেল! ইন্ডিয়ান অয়েলের গবেষণা চূড়ান্ত পর্যায়ে
এবার প্লাস্টিক থেকে তৈরি হবে তেল। বিষয়টি নিয়ে গবেষণা এখন চূড়ান্ত পর্যায়ে। গবেষণায় রয়েছে, দেশের সব থেকে বড় রাষ্ট্রায়ত্ত তেল কম্পানি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। গবেষণা সফল হলে ২০২২-এর মধ্যে মোদী সরকারের দশে থেকে সিঙ্গল ইউজ প্লাস্টিক সহজেই দূর করা সম্ভব হবে বলে মনে করছেন অনেকে।

গতবেশ কয়েকবছর ধরেই বিষাক্ত প্লাস্টিক বর্জ্য নিয়ে গবেষণা চালাচ্ছে ইন্ডিয়ান অয়েল। এর অর্থ হল ইন্ডিয়ান অয়েল তাদের রিফাইনারি কিংবা পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে বাণিজ্যাকভাবে প্লাস্টিক বর্জ্য থেকে তেল তৈরি করতে পারবে। আইওসি সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক পর্যায়ে প্লাস্টিক নিয়ে গবেষণা বেশ সাড়া জাগিয়েছে। এখন প্রমাণের পর্যায়ে রয়েছে এই গবেষণা। যা কিনা বাণিজ্যিক ভাবে প্লাস্টিক থেকে তেল উৎপাদনে সাহায্য করবে।
প্লাস্টিক তৈরি হয় পেট্রোকেমিক্যাল থেকে। ফলে তাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে বিশ্বব্যাপী। উল্লেখযোগ্য বিষয় হল, প্লাস্টিক থেকে তেলের বাণিজ্যিক উৎপাদন চিন কিংবা জাপানের মতো দেশে হচ্ছে। সেখানে ৩৮ থেকে ৬২ টন তেল তৈরি হচ্ছে ১০০ টন প্লাস্টিক থেকে।
এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কাঁচা তেল। কেননা যদি কাঁচা তেলের মূল্য ব্যারেল পিছু ৬০ ডলারের কম হয়, তাহলে প্লাস্টিক থেকে তেল তৈরি করার খরচ তুলনায় অনেক। এছাড়াও এই প্রক্রিয়ায় কার্বনও বের হয়। এই কার্বনের পরিমাণ কম করা নিয়েও গবেষণা চলছে।
পরিসংখ্যানে দেখা গিয়েছে ভারতে প্রতিবছর প্রায় ১ কোটি ৪০ লক্ষ টন প্লাস্টিকের বর্জ্য তৈরি হয়। এই প্লাস্টিকের বর্জ্যই ব্যবহার করার চিন্তা রয়েছে সরকারি মহলে।