৬টি পরমাণু শক্তি সম্পন্ন ডুবোজাহাজ সহ মোট ২৪টি সাবমেরিন তৈরির সিদ্ধান্ত নৌবাহিনীর
জলের নিচে ভারতীয় নৌবাহিনীকে আরও শক্তিশালী করে তুলতে নতুন উদ্যোগ ভারতের। ৬টি পরমাণু ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের শক্তি সম্পন্ন সাবমেরিন সহ মোট ২৪টি সাবমেরিন তৈরির সিদ্ধান্ত নিয়েছে নৌবাহিনী। বিষয়টি সংসদের প্রতিরক্ষা বিষয়ক মন্ত্রিমণ্ডলকে জানিয়েছে নৌবাহিনী।

প্রতিরক্ষা বিষয়ক প্যানেলকে রিপোর্ট
নৌবাহিনী প্রতিরক্ষা বিষয়ক এই প্যানেলকে আরও জানায় যে রাশিয়া থেকে যেই মিডিয়াম রেফিট লাইফ সার্টিফিকেশন সাবমেরিন ভারতের কেনার কথা ছিল তা আপাতত তারা কিনছে না। সিন্ধুরাজ নামক সেই সাবমেরিন না কেনার কারণ হিসাবে নৌবাহিনী সরকারকে জানিয়েছে যে আমেরিকার নিষেধাজ্ঞার জেরে রাশিয়ান কোম্পানিটি ব্যাঙ্ক গ্যারান্টি ও চুক্তি করতে ব্যর্থ হয়। তাই এই সাবমেরিন কেনা থেকে পিছিয়ে এসেছে নৌবাহিনী।

বর্তমানে ১৭টি সাবমেরিন রয়েছে ভারতের কাছে
চলতি মাসে সংসদীয় প্যানেলকে জমা দেওয়া এক রিপোর্টে নৌবাহিনী জানিয়েছে যে বর্তমানে তাদের বহরে ২টি পরমাণু ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের শক্তি সম্পন্ন সাবমেরিন সহ মোট ১৭টি সাবমেরিন রয়েছে। এদের মধ্যে আইএনএস অরিহান্ত ও আইএনএস চক্র রাশিয়ার থেকে লিজে নেওয়া।

সিংহভাগ সাবমেরিনের বয়স ২৫ বছরের উপর
ভারতীয় নৌবাহিনী আরও জানিয়েছে যে তাদের বহরে থাকা সিংহভাগ সাবমেরিনের বয়স ২৫ বছরের উপর। তারা জানায় যে বহরে থাকা ১৩টি সাবমেরিনের বয়স ১৭ থেকে ৩২ বছরের মাঝে। এই কারণেই তারা নতুন করে ৬টি পরমাণু ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের শক্তি সম্পন্ন সাবমেরিন সহ মোট ২৪টি সাবমেরিন তৈরির সিদ্ধান্ত নিয়েছে।

ভারত মহাসাগরে চিনের আনাগোনা
সম্প্রতী ভারত মহাসাগরে চিনের সাবমেরিন ও নৌবাহিনী আনাগোনা বেরে গিয়েছে বলেও রিপোর্ট জমা করেছে ভারতীয় নৌসেনা। ভারতীয় সেনা জানায় যে এই কারণে তারা নিজেরা সাবমেরিন তৈরির প্রযুক্তি নিয়ে কাজ করছে। বর্তমানে মুম্বইয়ে নৌবাহিনীর ডকে ৬টি সাবমেরিনের মেরামতে কাজ চলছে।

নাগরিকত্ব ইস্যুতে ঝড়ের পর মোদীর সঙ্গে প্রশান্ত কিশোরের সম্পর্ক এখন কেমন? মুখ খুললেন পিকে