For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিখোঁজ আন্তোনোভ–৩২ এর সন্ধানে বিশেষ সার্ভিলেন্স বিমান পাঠাল নৌসেনা

পাঁচ দিন পার হয়ে গিয়েছে, এখনও খোঁজ মেলেনি অরুণাচলের যাওয়ার পথে নিখোঁজ হয়ে যাওয়া বায়ুসেনার এএন–৩২ বিমান।

Google Oneindia Bengali News

পাঁচ দিন পার হয়ে গিয়েছে, এখনও খোঁজ মেলেনি অরুণাচলের যাওয়ার পথে নিখোঁজ হয়ে যাওয়া বায়ুসেনার এএন-৩২ বিমান। জল-স্থল-আকাশ এক করে চলছে তল্লাশি। কোথায় যেন কর্পূরের মতো উবে গিয়েছে বিমানটি। ঠিক সেমনটা হয়েছিল এমএইচ-৩৭০-র সঙ্গে। যাঁর নিখোঁজ রহস্য আজও উদ্ঘাটন করা যায়নি। তাহলে কী এন-৩২-র সঙ্গেও তাই ঘটেছে। কিছুতেই বুঝে উঠতে পারছেন না বায়ুসেনার তাবড় বিশেষজ্ঞরা।

নিখোঁজ আন্তোনোভ–৩২ এর সন্ধানে বিশেষ সার্ভিলেন্স বিমান পাঠাল নৌসেনা

কিন্তু এখনও হাল ছাড়তে নারাজ তাঁরা। তাই পাঁচ দিন পরেও নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তাঁরা। এবার উদ্যোগী হয়েছে নৌসেনা। তামিলনাড়ুর আরাকোনাম থেকে যুদ্ধ জাহাজ রাজালির এয়ারবেস থেকে পাঠানো হয়েছে নৌসেনার বিশেষজ্ঞ নজরদারি বিমান পি-৮আই। বিমানটি একেবারেই চালকবিহীন। ইসরোর উপগ্রহর সঙ্গে যোগাযোগ রক্ষা করে নজরদারি চালাতে সক্ষম।

রাশিরার তৈরি আন্তোনোভ-৩২ গত সোমবার ১৩ জন যাত্রীকে নিয়ে নিখোঁজ হয়ে যায়। অসমের জোরহাট বিমানবন্দর থেকে ওড়ার আধঘণ্টার মধ্যেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। তারপর থেকে তার কোনও হদিশ নেই। অরুণাচলের চিন সীমান্তের ঘটন জঙ্গল পরিবেষ্টিত মেনচুকায় যাওয়ার কথা ছিল বিমানটির।

English summary
Indian Navy sends P8I surveillance aircraft in search of IAF's AN-32 plane
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X