For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শক্তি বাড়ছে ভারতীয় নৌ-সেনার, শত্রুপক্ষকে ধরাশায়ী করতে মাঠে নামছে বিধ্বংসী রণতরী ধ্রুব

শক্তি বাড়ছে ভারতীয় নৌ-সেনার, শত্রুপক্ষকে ধরাশায়ী করতে মাঠে নামছে বিধ্বংসী রণতরী ধ্রুব

  • |
Google Oneindia Bengali News

গত বছর চিনের সঙ্গে সংঘাতের আবহেই ক্রমেই শক্তি বাড়িয়ে গিয়েছে ভারতীয় সেনা। স্থল সেনার পাশাপাশি শক্তি বেড়েছে বায়ুসেনা, নৌ-সেনারও। ফ্রান্স, আমেরিকা থেকে ভারতীয় সমরসজ্জায় যোগ দিয়েছে একের পর একাধিক ঘাত যুদ্ধাস্ত্র। এমতাবস্থায় এবার ভারতীয় সেনার শক্তি বাড়াতে মাঠে নামতে চলেছে বিধ্বংসী রণতরী ধ্রুব। সাউথ ব্লক সূত্রে খবর, চলতি বছরের শেষের দিকেই নৌসেনার হাতে আসছে এই অত্যাধুনিক রণতরী।

শক্তি বাড়ছে ভারতীয় নৌ-সেনার, শত্রুপক্ষকে ধরাশায়ী করতে মাঠে নামছে বিধ্বংসী রণতরী ধ্রুব

সূত্রের খবর, ১৫ হাজার টন ওজনের এই জাহাজটির এই মূহূর্তে ট্রায়াল চলছে বিশাখাপত্তনমে। ট্রায়াল শেষেই তা পাকাপাকি ভাবে যোগ দেবে নৌসেনায়। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তির মদতে এই জাহাজটি যৌথভাবে তৈরি করেছে প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ও নৌসেনা। হাত রয়েছে ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশনেরও। প্রতিপক্ষের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ও মিলিটারি স্যাটেলাইটগুলির উপর নজর রাখতে এই যুদ্ধজাহাজটি বিশেষ ভাবে সক্ষম বলেও জানা যাচ্ছে।

অন্যদিকে আকার ও আয়তনে ভারতের থেকে অনেকটাই বড় চিনা নৌসেনা। তবে যুদ্ধের অভিজ্ঞতা ও মানের দিক থেকে এগিয়ে ভারতীয় নৌসেনা। এদিকে ভারতীয় নৌসেনার হাতে ধ্রব এসে যাওয়ায় আগামীতে নৌসেনার সাবমেরিন বাহিনী লালফৌজের নৌবহরের উপর অত্যন্ত নিপুণ ভাবে সহজে হামলা চলতে সক্ষম হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। পাশাপাশি ভারত মহাসাগরে সমুদ্রতলের মানচিত্র তৈরি করারও কাজ করবে ধ্রুব, প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর এমনটাও।

করোনা সক্রিয় বেড়েই চলেছে দৈনিক সংক্রমণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে, কলকাতা ফের 'হটস্পট’করোনা সক্রিয় বেড়েই চলেছে দৈনিক সংক্রমণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে, কলকাতা ফের 'হটস্পট’

English summary
Indian Navy destroyer Dhruv enters the battlefield to deal with Chinese army
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X