For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গোয়া বিমানবন্দরের কাছে ভেঙে পড়ল নৌসেনার মিগ ২৯ বিমান

Google Oneindia Bengali News

গোয়ায় ভেঙে পড়ল ভারতের নৌসেনার প্রশিক্ষণ বিমান। শনিবার সকালে গোয়ার ডাবোলিম আন্তর্জাতিক বমানবন্দরের কাছেই দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে দুর্ঘটনাগ্রসত বিমানটি একটি মিগ-২৯ কে ছিল। যুদ্ধবিমানটি একটি প্রশিক্ষণ মিশনে ছিল। বিমানে থাকা দুই পাইলটই ঠিক সময়ে ইজেক্ট করায় সুরক্ষিত আছেন।

গোয়া বিমানবন্দরের কাছে ভেঙে পড়ল নৌসেনার মিগ ২৯ বিমান

নৌসেনার মুখপাত্র কমান্ডার বিবেক মাধওয়াল জানিয়েছেন, মিগ-২৯ কে বিমানটি ইঞ্জিনে আগুন লেগে যায়। দুই পাইলট ক্যাপ্টেন এম শিওখাঁদ ও লেফটেন্যান্ট কমান্ডার দীপক যাদব নিরাপদে রয়েছেন। জানা গেছে, বিমানটি গোয়া উপকূল থেকে উড়েছিল। আকাশে ওড়ার পর ডান দিকে ইঞ্জিনের সঙ্গে একটি পাখির ধাক্কা লাগে। এরপর সেই ইঞ্জিনে আগুন লেগে যায়। পরিস্থিতি আঁচ করে দুই পাইলট ইজেক্ট করেন। বিমানটি ফাঁকা মাঠে ভেঙে পড়েছে।

এর আগে জুন মাসেও একটি মিগ-২৯ কে বিমান দুর্ঘটনার সম্মুখীন হয়েছিল। যার কারণে গোয়া বিমানবন্দরে ৯০ মিনিটের জন্য বিমান ওঠানামা বন্ধ ছিল। এদিকে সেপ্টেম্বরে, ভুটানে ভারতীয় সেনা বাহিনীর একটি চেতক হেলিকপ্টার ভেঙে পড়েছিল। তাতে দুইজনের মৃত্যু হয়েছিল। মৃতদের মধ্যে একজন ভারতীয় সেনার পাইলট ছিলেন। অন্যজন ভুটান রয়্যাল আর্মির পাইলট ছিলেন।

English summary
Indian Navy MIG Trainer Aircraft Crashes Near Goa Airport, no injuries reported
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X