For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাফাল আসতেই সাগরেও বাড়ল ভারতের তৎপরতা! চিনকে বার্তা দিতে আরও যুদ্ধজাহাজ মোতায়েন নৌসেনার

Google Oneindia Bengali News

পূর্ব লাদাখে চিনের সঙ্গে সীমান্ত সংঘর্ষের পর কেটে গিয়েছে দীর্ঘদিন। তবে এখনও সীমান্তে শান্তি ফেরেনি। রয়েছে উত্তেজনা। এরই মাঝে বুধবার দেশে এসে পৌঁছায় ৫টি রাফাল যুদ্ধবিমান। আর তারপরই ভারত মহাসাগরীয় অঞ্চলে নিজেদের শক্তি বাড়াচ্ছে নৌসেনা৷ সেনা সূত্রে খবর, চিনকে পরিষ্কার বার্তা দিতে এই মহাসাগরে প্রথম সারির যুদ্ধজাহাজ ও ডুবোজাহাজের সংখ্যা বাড়াচ্ছে ভারত৷

চিন ভারতের এই বার্তা স্পষ্ট বুঝতে পারছে

চিন ভারতের এই বার্তা স্পষ্ট বুঝতে পারছে

একটি সূত্রের তরফে বলা হয়, চিন ভারতের এই বার্তা স্পষ্ট বুঝতে পারছে৷ ১৫ জুন পূর্ব লাদাখের গালওয়ান ভ্যালিতে ভারত-চিন সংঘর্ষে শহিদ হয়েছিলেন ২০ জন ভারতীয় সেনা আধিকারিকরা৷ তারপরই ভারত মহাসাগরীয় অঞ্চলে প্রথম সারির যুদ্ধজাহাজ ও ডুবোজাহাজের মোতায়েন বাড়াচ্ছে নৌসেনা৷

বহুমুখী পদ্ধতির ব্যবহার ভারতের

বহুমুখী পদ্ধতির ব্যবহার ভারতের

সেনা সূত্রে বলা হয়, সরকার বহুমুখী পদ্ধতির ব্যবহার শিখে নিয়েছে৷ সেনা, বায়ুসেনা, নৌসেনা, কূটনীতি ও অর্থনীতির দিক থেকে চিনকে স্পষ্ট বার্তা দিয়ে ভারত বুঝিয়ে দিয়েছে যে পূর্ব লাদাখে চৈনিক হটকারিতাকে কোনও মতেই মেনে নেওয়া হবে না৷ তিন সেনাবাহিনীর প্রধান নিয়মিত নিজেদের মধ্যে আলোচনা করে চলেছেন ৷ পরিস্থিতি মোকাবিলায় সমন্বিত দৃষ্টিভঙ্গি নিশ্চিত করার পাশাপাশি চিনকে ভারতের সুস্পষ্ট বার্তা সম্পর্কে বোঝার জন্যই তাঁদের এই আলোচনা ৷

চিন কোনও প্রতিক্রিয়া জানিয়েছে?

চিন কোনও প্রতিক্রিয়া জানিয়েছে?

ভারতের এই মোতায়েনের ফলে কি চিন কোনও প্রতিক্রিয়া জানিয়েছে? ওই সূত্রের তরফে বলা হয়, ভারত মহাসাগরীয় অঞ্চলে চিনা জাহাজ বাড়াতে দেখা যায়নি৷ এর কারণ হিসেবে ওই সেনাসূত্র বলে, দক্ষিণ চিন সাগরে অ্যামেরিকা শক্তি বাড়াচ্ছে৷ তাই চিনা নৌসেনা সেখানেই সবচেয়ে বেশি জাহাজ মোতায়েন করে রেখেছে৷

আমেরিকা-জাপানের সঙ্গে হাত মেলায় ভারত

আমেরিকা-জাপানের সঙ্গে হাত মেলায় ভারত

ভারতীয় নৌসেনা দ্রুত আঞ্চলিক সুরক্ষার পরিপ্রেক্ষিতে আমেরিকার নৌসেনা এবং জাপান মেরিটাইম স্ব-প্রতিরক্ষা বাহিনীর মতো বিভিন্ন বন্ধুত্বপূর্ণ নৌসেনার সঙ্গেও তার অপারেশনাল সহযোগিতা বাড়িয়ে দিচ্ছে। সম্প্রতি ভারতীয় নৌসেনা আমেরিকা, ফরাসি ও জাপানি নৌসেনার সঙ্গে ভারত মহাসাগরীয় অঞ্চলে অনুশীলন শুরু করেছে যা চিনকে নিজেদের শক্তির বার্তা প্রেরণ করছে৷

নিজেদের শক্তি বাড়িয়েছে ভারতীয় বায়ুসেনাও

নিজেদের শক্তি বাড়িয়েছে ভারতীয় বায়ুসেনাও

শুধু নৌসেনা নয়, গালওয়ান ভ্যালি সংঘর্ষের পর নিজেদের শক্তি বাড়িয়েছে ভারতীয় বায়ুসেনা৷ পূর্ব লাদাখে ও প্রকৃত নিয়ন্ত্রণরেখার বেশ কয়েকটি জায়গায় সুখোই ৩০ এমকেআই, জাগুয়ার ও মিরাজ ২০০০-এর মতো প্রথমসারির যুদ্ধবিমান মোতায়েন করেছে৷ রাতে কমব্যাট এয়ার পেট্রলিংও করছে বায়ুসেনা৷ ফ্রান্স থেকে দেশে এসে পৌঁছেছে রাফাল যুদ্ধবিমান।

করোনার ধাক্কা! ১৭ বছরে প্রথমবার, চলতি অর্থবর্ষেই ২৬৮ কোটির ক্ষতি মারুতি সুজুকিতে করোনার ধাক্কা! ১৭ বছরে প্রথমবার, চলতি অর্থবর্ষেই ২৬৮ কোটির ক্ষতি মারুতি সুজুকিতে

English summary
Indian Navy increases deployment in Indian ocean as a bid to pressurize China after Rafale arrival
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X