For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নামাজ পড়ে ফিরে এলেন না ভারতীয় ইঞ্জিনিয়ার, নিউজিল্যান্ডে বন্দুকবাজ হামলায় মৃত্যু

শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে বন্দুকবাজের হামলায় মৃত্যু হয়েছে ৪৯ জনের। জখম হয়েছিলেন ২০ জনের বেশি। জখমদের মধ্যে এক ভারতীয়ের মৃত্যু হয়েছে এদিন।

  • |
Google Oneindia Bengali News

শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে বন্দুকবাজের হামলায় মৃত্যু হয়েছে ৪৯ জনের। জখম হয়েছিলেন ২০ জনের বেশি। জখমদের মধ্যে এক ভারতীয়ের মৃত্যু হয়েছে এদিন। মহম্মদ ফরহাজ আহসান নামে হায়দরাবাদের এক বাসিন্দার মৃত্যু খবর মিলেছে। ফারহাজ আহসানের পরিবারের তরফে জানানো হয়েছে, ফারহাজ জখম হয়েছিলেন। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে।

নামাজ পড়তে গিয়ে বন্দুকবাজ হামলায় মৃত্যু ভারতীয় ইঞ্জিনিয়ারের

ক্রাইস্টচার্চের মসজিদে বন্দুকবাজ হামলায় নির্বিচারে গুলি চালানো হয়েছিল। সেই গুলিতে বহু নিরীহ প্রাণ যায়। মসজিদ চত্বরে মৃত্যু মিছিল হয়ে যায়। হায়দরাবাদের তোলিচৌকি এলাকার বাসিন্দা ৩০ বছরের ওই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। শুক্রবার নামাজের জন্য আল নূর মসজিদে গিয়েছিলেন তিনি। মসজিদে নামাজের পর তিনি বাড়ি ফিরে আসেননি।

তাঁর স্ত্রী ইনশা আজিজ, তিন বছর বয়সী মেয়ে এবং সাত বছর বয়সী ছেলে এই বন্দুকবাজ হামলার ঘটনার খবর পেয়ে বাড়িতে তাঁর বাবা মহম্মদ সাঈদউদ্দিন ও মা ইমতিয়াজ ফাতিমাকে এ খবর দেন। তারপরই জানা যায় ফরহাজ গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি। এদিন তাঁর মৃত্যির খবর মেলে।

উল্লেখ্য, ছ'বছর আগে তিনি ক্রাইস্টচার্চে গিয়েছিলেন। সেখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছিলেন। তিনি তাঁর স্ত্রী এবং সন্তানদেরও সেখানে নিয়ে গিয়েছিলেন। বাবা-মা থাকতেন দেশে। হায়দরাবাদে বাড়ি সূত্রেই এই খবরের সত্যতা স্বীকার করা হয়েছে।

English summary
Indian Mohammed Farhaj Ahasan is died in shooting in New zeeland. His father confirms that on Saturday.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X